Android 14 আপডেট চলে এল Xiaomi-র এই তিন স্মার্টফোনে, দেখুন আপনারটা আছে কিনা

শাওমি (Xiaomi) তাদের অধিকাংশ যোগ্য ডিভাইসেই লেটেস্ট MIUI 14 স্কিন রোলআউট করেছে। তবে, এই সমস্ত আপডেটগুলিই যে Android...
Ananya Sarkar 5 July 2023 1:03 PM IST

শাওমি (Xiaomi) তাদের অধিকাংশ যোগ্য ডিভাইসেই লেটেস্ট MIUI 14 স্কিন রোলআউট করেছে। তবে, এই সমস্ত আপডেটগুলিই যে Android 13-এর ওপর ভিত্তি করে - এমনটা নয়। কিছু জনপ্রিয় শাওমি স্মার্টফোন এখনও অপারেটিং সিস্টেম হিসাবে Android 12 ওএস দ্বারা চালিত, যদিও সেগুলিতে এমআইইউআই-এর লেটেস্ট সংস্করণটি রয়েছে। এই হ্যান্ডসেটগুলিতে Android 13 আপডেট পাঠানোর আগেই এবার, শাওমি তাদের তিনটি জনপ্রিয় ফ্ল্যাগশিপের জন্য পরবর্তী Android 14-ভিত্তিক MIUI Beta সংস্করণ ঘোষণা করেছে।

Xiaomi 12T, Xiaomi 13 এবং 13 Pro পাবে Android 14 OS আপডেট

শাওমির ঘোষণা অনুযায়ী, কোম্পানি এখন অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে এমআইইউআই-এর নতুন সংস্করণটি ব্যবহার করে দেখার জন্য বিটা টেস্টারদের সন্ধান করছে। তারা শাওমি ১৩, শাওমি ১৩ প্রো, এবং শাওমি ১২টি- এই তিনটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের ব্যবহারকারীদের নতুন সফ্টওয়্যারটিতে প্রাইমারি অ্যাক্সেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, অনেকেই এটা দেখে অবাক হতে পারেন যে শাওমি তাদের লেটেস্ট আল্ট্রা ফ্ল্যাগশিপ, শাওমি ১৩ আল্ট্রা-কে এই তালিকায় অন্তর্ভুক্ত করেনি। উল্লেখযোগ্যভাবে, শাওমি ১২টি প্রো মডেলটিও অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক এমআইইউআই বিটা আপডেটের তালিকা থেকে এই মুহূর্তে বাদ পড়েছে।

বর্তমানে, শাওমি এমআইইউআই ১৪.১ (MIUI 14.1) আপডেটের জন্য বিটা টেস্টারদের নিযুক্ত করছে, যা এবছরের শেষের দিকে স্টেবেল আকারে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি উল্লিখিত প্রতিটি ডিভাইসের জন্য মাত্র ২,০০০ জন ব্যবহারকারীকে বেছে নেবে এবং বিটা ভার্সনের টেস্টারদের নির্বাচন 'ফার্স কাম ফার্স্ট সার্ভ' নীতির ভিত্তিতে হবে৷ শাওমি জানিয়েছে যে, বিটা টেস্টাররা নির্দ্বিধায় স্থানীয় শাওমি সার্ভিস সেন্টারের সাহায্য নিতে পারেন, যদি তাদের ডিভাইসগুলি আপডেট করার পরে চালু না হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, কোম্পানি শুধুমাত্র গ্লোবাল রম (Global ROM) চালিত ডিভাইসগুলির ইউজারদের আবেদন গ্রহণ করবে। ইউরোপ এবং ভারতীয় বিল্ডগুলির মতো অন্যান্য সংস্করণের ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে। ইউজাররা নিজস্ব ফোনের সংস্করণ সম্পর্কে নিশ্চিত হতে, সেটিংসে গিয়ে 'অ্যাবাউট ফোন' বিভাগটি চেক করতে পারেন৷ মনে করা হচ্ছে, MIUI 14-এর মতো, আসন্ন MIUI 15-ও অ্যান্ড্রয়েডের নতুন এবং পুরানো সংস্করণ অর্থাৎ, Android 13 এবং Android 14-এর ওপর ভিত্তি করে তৈরি হবে। সম্প্রতি, শাওমির সার্ভারে সফ্টওয়্যারটির আলফা (Alpha) বিল্ড দেখা গেছে, যা ইঙ্গিত করে যে এর বিকাশ দ্রুততার সাথে হচ্ছে।

Show Full Article
Next Story