Redmi ও Poco-র এই দুই স্মার্টফোনে নতুন সফটওয়্যার আপডেট রিলিজ করল Xiaomi

সূত্রের দাবি, শাওমি (Xiaomi) তাদের পরবর্তী MIUI 14.5 আপডেটটি বাতিল করে সরাসরি Android 14 নির্ভর MIUI 15 ভার্সনের উপর কাজ করছে। অন্যদিকে শাওমি তাদের নানা…

সূত্রের দাবি, শাওমি (Xiaomi) তাদের পরবর্তী MIUI 14.5 আপডেটটি বাতিল করে সরাসরি Android 14 নির্ভর MIUI 15 ভার্সনের উপর কাজ করছে। অন্যদিকে শাওমি তাদের নানা ফোনে সিস্টেম আপডেট রোলআউট করে চলেছে। এক রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, ভারতে Poco F5 এবং Redmi K50i নতুন সফটওয়্যার আপডেট পেতে শুরু করেছে। যার আকার ৫০০ মেগাবাইটেরও কম। আসুন এটি কি কি আপগ্রেড অফার করবে, জেনে নেওয়া যাক।

Poco F5 এবং Redmi K50i পেল নতুন সফ্টওয়্যার আপডেট

শাওমি ভারতে পোকো এফ৫ এবং রেডমি কে৫০আই-এর জন্য একটি নতুন সফ্টওয়্যার আপডেট রোল আউট করতে শুরু করেছে। তবে, এই আপডেটের অফিসিয়াল চেঞ্জলগে শুধু জুন, ২০২৩ সিকিউরিটি প্যাচের কথাই উল্লেখ করা হয়েছে। তবে লেটেস্ট আপডেটে শুধুমাত্র আপডেটেড সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত করা হলেও, এর আকার এবং সংস্করণ নম্বর উভয় ডিভাইসের ক্ষেত্রে ভিন্ন।

পোকো এফ৫ এবং রেডমি কে৫০আই-এর সিকিউরিটি আপডেটের ফাইল সাইজ যথাক্রমে ২৫৫ এমবি এবং ৪৯১ এমবি। এছাড়া, পোকো ফোনটির আপডেটের বিল্ড নম্বর হল V14.0.4.0.TMRINXM এবং রেডমির হ্যান্ডসেটটির জন্য বিল্ড নম্বর V14.0.3.0.TLOINXM। জানিয়ে রাখি, এই আপডেটটি বর্তমানে এমআই পাইলট (Mi Pilots) প্রোগ্রামে অংশগ্রহণকারী ইউজারদের জন্য লাইভ। তবে, এটি আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে বলে আশা করা যায়।

ইউজাররা তাদের Poco F5 বা Redmi K50i হ্যান্ডসেটটি ইতিমধ্যেই ওভার দ্য এয়ার (OTA) সিস্টেম আপডেট পেয়েছে কিনা, তা সেটিংসে গিয়ে চেক করে দেখতে পারেন। উল্লেখ্য, শাওমি সম্প্রতি ঘোষণা করেছে যে MIUI সফ্টওয়্যার স্কিনের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ৫০০ মিলিয়ন থেকে এই সংখ্যায় পৌঁছতে কোম্পানির প্রায় দেড় বছর সময় লেগেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন