তিনটি স্ক্রিন সাইজে Xiaomi Smart TV 5A ভারতে লঞ্চ হল, দাম শুরু ১৫৪৯৯ টাকা থেকে
আজ অর্থাৎ ২৭শে এপ্রিল ভারতে 'Xiaomi Next event'-এ Smart TV 5A টিভি সিরিজের ঘোষণা করলো Xiaomi। এই টিভি সিরিজকে,...আজ অর্থাৎ ২৭শে এপ্রিল ভারতে 'Xiaomi Next event'-এ Smart TV 5A টিভি সিরিজের ঘোষণা করলো Xiaomi। এই টিভি সিরিজকে, ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 12 Pro, 'ফাস্ট-এভার' OLED Vision TV এবং Xiaomi Pad 5 অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সাথে লঞ্চ করা হয়েছে। গত বছরে আগত Smart TV 4A সিরিজের উত্তরসূরি হিসেবে Xiaomi তাদের এই লেটেস্ট টিভি সিরিজকে নিয়ে এসেছে। সেক্ষেত্রে, সদ্য লঞ্চের মুখ দেখা Smart TV 5A সিরিজের অধীনে মোট তিনটি ভিন্ন ডিসপ্লে সাইজের মডেল এসেছে - ৩২ ইঞ্চি HD, ৪০ ইঞ্চি FHD এবং ৪৩ ইঞ্চি FHD টিভি। এরা পূর্বসূরির তুলনায় আরো উন্নত ডিজাইন এবং হার্ডওয়্যার অফার করবে। আর প্রত্যেকটি টিভিই অ্যান্ড্রয়েড টিভি ১১ ভিত্তিক সংস্থার নিজস্ব ইউজার ইন্টারফেসে রান করবে। আবার টিভিগুলির দাম শুরু হচ্ছে মাত্র ১৫,৪৯৯ টাকা থেকে। চলুন এবার Xiaomi Smart TV 5A সিরিজ সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Xiaomi Smart TV 5A সিরিজের দাম এবং প্রাপ্যতা
শাওমি স্মার্ট টিভি ৫এ সিরিজ অন্তর্গত ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির ডিসপ্লে সাইজের সাথে আসা মডেলগুলির দাম যথাক্রমে, ১৫,৪৯৯, ২২,৯৯৯ টাকা এবং ২৫,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। উক্ত তিনটি স্মার্ট টিভিকে আগামী ৩০শে এপ্রিল থেকে, ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart), সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (Mi.com) এবং এমআই স্টোরের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। অফার হিসাবে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের অতিরিক্তভাবে ফ্লাট ২,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে বলে ঘোষণা করেছে শাওমি।
Xiaomi Smart TV 5A সিরিজের স্পেসিফিকেশন
আগেই বলেছি, নয়া শাওমি স্মার্ট টিভি ৫এ সিরিজের অধীনে তিনটি ভিন্ন ডিসপ্লে সাইজের মডেল আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে ৩২ ইঞ্চির মডেলটি এইচডি রেজোলিউশন সহ এসেছে। আর ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি ডিসপ্লে যুক্ত মডেল দুটি ফুল এইচডি রেজোলিউশন অফার করবে। তিনটি স্মার্ট টিভিতেই শাওমি বিকশিত ভিভিড পিকচার ইঞ্জিন ইমেজ-প্রসেসিং টেকনোলজি সাপোর্ট করবে, যা দৃশ্যমান ছবি বা ভিডিওর ক্ষেত্রে প্রাণবন্ত রঙ এবং ডাইনামিক কনট্রাস্ট অফার করার মাধ্যমে আরো ভালো 'ভিউয়িং এক্সপিরিয়েন্স' প্রদান করবে। ডিজাইনের কথা বললে, শাওমির এই নয়া টিভি সিরিজে পাতলা বেজেল থাকা সত্ত্বেও এটি যথেষ্ট টেকসই হবে বলে দাবি করা হয়েছে।
অডিও ফ্রন্টের কথা বললে, ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির টিভিগুলি ২৪ ওয়াট স্পিকার সেটআপের সাথে এসেছে। আর, ৩২ ইঞ্চি মডেলে ২০ ওয়াট আউটপুট যুক্ত স্পিকার সিস্টেম পাওয়া যাবে। প্রত্যেকটি স্মার্টটিভিতে ডলবি অডিও, ডিটিএস-এক্স এবং ডিটিএস-এক্স ভার্চুয়াল ফিচার সাপোর্ট করবে। জানিয়ে রাখি, এই প্রথম শাওমির কোনো টিভি সেগমেন্টে একত্রে উক্ত তিনটি ফিচার থাকছে৷ যাইহোক, এই নয়া টিভি-ত্রয়ীতে গ্র্যানুলার অডিও কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে।
Xiaomi Smart TV 5A সিরিজে, অ্যান্ড্রয়েড টিভি ১১ ভিত্তিক সংস্থার নিজেস্ব প্যাচওয়াল ইউজার ইন্টারফেস (UI) ব্যবহার করা হয়েছে। টিভি গুলিতে, সিনেমা ও ট্রেন্ডিং শো সুপারিশ করার জন্য প্যাটার্ন আকারে ৪০টি কনটেন্ট অ্যাপ প্রি-লোডেড থাকছে। যার ম্যধ্যে, প্রথম সারিতে 'রেকোমেন্ডেশন' এবং 'আইপিএল ২০২২ উইজেট' থাকবে৷ আর, তৃতীয় সারিটি নেটফ্লিক্স (Netflix) অ্যাপের জন্য বরাদ্দ করা হয়েছে।
তদুপরি, উক্ত সিরিজে ব্যবহৃত প্যাচওয়াল ইউজার ইন্টারফেস (UI), ইউজারকে নিজের পছন্দের ভাষা সেট করতে দেবে এবং নির্বাচিত ভাষা ভিত্তিক চলচ্চিত্র, টিভি শো ইত্যাদি সুপারিশ করবে৷ শাওমি, একটি নতুন স্পোর্টস ট্যাবও যুক্ত করেছে তাদের নয়া এই সিরিজে, যা সনি লিভ (Sony LIV) অ্যাপ দ্বারা চালিত৷ সর্বোপরি, সিরিজে ব্যবহৃত প্যাচওয়াল ইউআই শুধুমাত্র ৭.৫ বা তার অধিক রেটিং আছে এমন সিনেমা এবং শো সুপারিশ করবে বলে জানা গেছে। যাইহোক, অন্যান্য ফিচারের কথা বললে, এই তিনটি টিভিতে - কিডস মোড, ইউনিভার্সাল সার্চ এবং হরাইজেন্টাল স্ক্রোল অন্তর্ভুক্ত আছে৷ আর যেহেতু আলোচ্য টিভিগুলি গুগলের ওএস দ্বারা চালিত, সেহেতু তিনটি মডেলেই গুগল অ্যাসিস্ট্যান্ট, ক্রোমকাস্ট, গুগল প্লে স্টোর এবং প্লে সার্ভিস সাপোর্ট করবে।
অভ্যন্তরীন স্পেসিফিকেশনের কথা বললে, Xiaomi Smart TV 5A সিরিজের ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি মডেল দুটি ১.৫ জিবি র্যাম, ৮ জিবি স্টোরেজ এবং কোয়াড-কোর এ৫৫ সিপিইউ সহযোগে এসেছে। আর, ৩২ ইঞ্চি মডেলে ১ জিবি র্যাম, ৮ জিবি স্টোরেজ এবং কোয়াড-কোর এ৩৫ সিপিইউ সমন্বিত থাকছে। এছাড়া, সিরিজটির কানেক্টিভিটি অপশনের মধ্যে - 'ট্রু ওয়্যারলেস স্টেরিও' (TWS) সমর্থিত ব্লুটুথ ৫.০, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ১টি ইথারনেট পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক সামিল রয়েছে।