নেক্সট লেভেলে খেলছে Xiaomi, অন্যদের ঘুম ছুটিয়ে আনছে 7,500mah ব্যাটারির স্মার্টফোন

গত বছর চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলি ব্যাটারির আকার কমিয়ে ফাস্ট চার্জিং স্পিড বাড়ানোয় মনোযোগ দিয়েছিল। তবে এই বছর সেই...
SUMAN 8 Aug 2024 12:29 PM IST

গত বছর চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলি ব্যাটারির আকার কমিয়ে ফাস্ট চার্জিং স্পিড বাড়ানোয় মনোযোগ দিয়েছিল। তবে এই বছর সেই ট্রেন্ডের উল্টো ঘটছে। লিথিয়াম আয়নের পরিবর্তে লম্বা সিলিকন ব্যাটারি ব্যবহার হচ্ছে ফোনে এবং ফাস্ট চার্জিং স্পিড ১০০ ওয়াটের কাছাকাছি থাকছে। এতে বেশি ব্যাটারি লাইফের পাশাপাশি এফিশিয়েন্ট পারফরম্যান্স পাওয়া যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, শাওমি (Xiaomi) ভবিষ্যতে তাদের ডিভাইসে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি যোগ করতে পারে।

Xiaomi আনবে 7500mah ব্যাটারির স্মার্টফোন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, শাওমি বর্তমানে তাদের ব্যাটারির জন্য বিভিন্ন ফাস্ট চার্জিং সলিউশনের উপর কাজ করছে। নানা কনফিগারেশন নিয়ে ভাবছে তারা। যেমন - ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ ১২০ ওয়াট চার্জিং, যা ১৮ মিনিটে ফুল চার্জ হবে। অন্যদিকে, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ৩৪ মিনিটে পুরো চার্জ হবে।

এছাড়াও, শাওমির নজরে রয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারির কথাও ভাবা হচ্ছে, যা ৪৯ মিনিটে ফুল চার্জ হবে। ৭,০০০ এমএএইচ ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থায় ৪০ মিনিট লাগবে ফুল চার্জ হতে। সবশেষে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ৬৩ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।

উল্লেখ্য, জল্পনা শোনা যাচ্ছে যে, আপকামিং শাওমি ১৫ সিরিজে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির সিলিকন ব্যাটারি থাকতে পারে। আর আগামী বছর আসতে চলা শাওমি ১৫ আল্ট্রায় ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেখা জেতে পারে। স্মার্টফোন ব্র্যান্ডগুলি যেভাবে বেশি এনার্জি ডেনসিটি যুক্ত মডেলের উপর কাছ করছে, তাতে ৭,৫০০ এমএএইচ ব্যাটারির ফোন বাজারে আসতে বেশি সময় লাগবে না।

Show Full Article
Next Story