একটা বা দু'টো নয়, Xiaomi স্মার্টফোনে এবার তিনটি ব্রাউজার থাকতে চলেছে?

MIUI হল এখনও অবধি টিকে থাকা সবচেয়ে পুরানো অ্যান্ড্রয়েড স্কিন। এটি ছিল শাওমি (Xiaomi)-এর প্রথম প্রোডাক্ট। এমনকি,...
Ananya Sarkar 13 April 2023 11:46 AM IST

MIUI হল এখনও অবধি টিকে থাকা সবচেয়ে পুরানো অ্যান্ড্রয়েড স্কিন। এটি ছিল শাওমি (Xiaomi)-এর প্রথম প্রোডাক্ট। এমনকি, ব্র্যান্ডটি স্মার্টফোন লঞ্চ করার আগেই তাদের অ্যান্ড্রয়েড স্কিনটি চালু করেছিল। MIUI-এর প্রথম সংস্করণটি Android 2.1 Eclair-এর ওপর ভিত্তি করে ২০১০ সালে চালু হয়েছিল। তবে বহু বছর ধরে বাজারে থাকা সত্ত্বেও, এটি এখনও স্যামসাং (Samsung)-এর One UI-এর মতো নতুন ইউজার ইন্টারফেসগুলির থেকে দীর্ঘ সাপোর্ট অফার করে না। তবে, কোম্পানি বর্তমানে বেশিরভাগ ডিভাইসের জন্য সফ্টওয়্যারটিকে সঠিকভাবে অপ্টিমাইজ করার কাজ শুরু করেছে, বিশেষ করে ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জ মডেলের জন্য। এমনকি এটি ইউজারদের যেকোনও অ্যান্ড্রয়েড স্কিনের চেয়ে বেশি সিস্টেম অ্যাপ আন ইনস্টল করার অনুমতি দেবে। তবে এখন, কিছু কারণে শাওমি নির্বাচিত হ্যান্ডসেটগুলিতে একটি নয় বরং তিনটি ব্লোটওয়্যার ব্রাউজার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নির্বাচিত কিছু Xiaomi ফোন এবার তিনটি ব্রাউজারের সাথে আসবে

শাওমিইউআই-এর সাম্প্রতিক একটি রিপোর্টে টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক-কে উৎস হিসেবে উল্লেখ করে দাবি করা হয়েছে যে, কিছু এমআইইউআই (MIUI) রম এখন তিনটি ব্লোটওয়্যার ব্রাউজার - ক্রোম (Chrome), অপেরা (Opera) এবং এমআই ব্রাউজার (Mi Browser) সহ আসবে। শাওমি তার ফোনে অপেরা ব্রাউজারটি যুক্ত করার জন্য অপেরার সাথে একটি চুক্তি করেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ব্রাউজারটি এই মুহূর্তে এমআইইউআই-এর ভারতীয় এবং গ্লোবাল সংস্করণে চালিত ডিভাইসগুলির মধ্যে সীমাবদ্ধ।

টিপস্টারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অপেরা ব্রাউজার ডিভাইস ব্লোটওয়্যারে পাওয়া যায় এবং গ্লোবাল সংস্করণ থেকে এটিকে আনইনস্টল করা না গেলেও, ভারতীয় ভার্সন থেকে করা যাবে। মার্চ ২০২৩ সিকিউরিটি প্যাচ থেকে শুরু করে, অপেরা ব্রাউজার গ্লোবাল এবং ভারত অঞ্চলে MIUI 14-এ চলমান ডিভাইসগুলিতে প্রি-বিল্ট ব্লোটওয়্যার অ্যাপের অংশ হবে।

সুতরাং, ভারতে নতুন সিকিউরিটি প্যাচ আপডেটের পর শাওমি ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে দুটি প্রি-ইনস্টল করা ব্রাউজার (Chrome এবং Opera) পাবেন, যা আনইনস্টল করা যাবে। মনে করা হচ্ছে, ২০২০ সালে ব্যক্তিগত ডেটা লঙ্ঘনের জন্য Mi Browser-এর ওপর ভারত সরকার কর্তৃক নিষেধাজ্ঞা জারি করার পর, এদেশে Opera Browser-টি উল্লেখিত ব্রাউজাররের প্রতিস্থাপক হিসাবে কাজ করবে।

অন্যদিকে, 'গ্লোবাল' ব্যবহারকারীদের জন্য পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে চলেছে, কারণ তারা তিনটি ব্রাউজার পাবেন, তৃতীয়টি হচ্ছে অবশ্যই Mi Browser। কিন্তু MIUI-এর এই সংস্করণে Opera Browser আনইন্সটল করা যাবে। এটা লক্ষণীয় যে, যখন MIUI 14 সফ্টওয়্যার ভার্সনটি লঞ্চ করা হয়েছিল, শাওমি কম ব্লোটওয়্যার বা সিস্টেম অ্যাপের প্রতিশ্রুতি দিয়েছিল এবং ব্যবহারকারীরা অবাঞ্ছিত অ্যাপ আনইনস্টল করতে সক্ষম হবেন বলে জানিয়েছিল। কিন্তু, শাওমির বর্তমান পদক্ষেপ, তার প্রতিশ্রুতির বিপরীত। এই ব্লোটওয়্যার অ্যাপগুলি ভবিষ্যতের আপডেটগুলিতে উপলব্ধ হবে এবং ধীরে ধীরে নতুন অঞ্চলগুলিতেও যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story