একঝাঁক জনপ্রিয় ফোনে সফটওয়্যার সাপোর্ট বন্ধ করল Xiaomi, তালিকায় Redmi 9 Pro-ও

শাওমি (Xiaomi) প্রায়ই তাদের বিস্তৃত স্মার্টফোন পোর্টফোলিওর মধ্যে থেকে পুরোনো মডেলগুলির সফটওয়্যার সাপোর্ট বন্ধ করার ঘোষণা করে। যেমন গত এপ্রিলের শেষের দিকে চীনে উপলব্ভ Mi…

শাওমি (Xiaomi) প্রায়ই তাদের বিস্তৃত স্মার্টফোন পোর্টফোলিওর মধ্যে থেকে পুরোনো মডেলগুলির সফটওয়্যার সাপোর্ট বন্ধ করার ঘোষণা করে। যেমন গত এপ্রিলের শেষের দিকে চীনে উপলব্ভ Mi 10 Lite Zoom স্মার্টফোনটির জন্য সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দিয়েছে কোম্পানি। অনুমান করা হচ্ছিল যে, পরবর্তী এক মাসের মধ্যে গ্লোবাল Mi 10 Lite 5G-এর ক্ষেত্রেও একই পদক্ষেপ নেবে শাওমি। আর এখন সেই অনুমানকেই সত্যি করে এই ডিভাইসটি শাওমির অফিসিয়াল এন্ড অফ সাপোর্ট (EOS) তালিকায় তালিকাভুক্ত হয়েছে। এর পাশাপাশি Redmi Note 9 সিরিজেরও একাধিক মডেলের সাপোর্ট বন্ধ করেছে কোম্পানি। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

একাধিক Xiaomi ফোনের সফটওয়্যার সাপোর্ট বন্ধ করলো ব্র্যান্ড

শাওমিইউআই-এর রিপোর্ট অনুযায়ী, শাওমির এন্ড অফ সাপোর্ট (EOS) তালিকায় এমআই ১০ লাইট ৫জি মডেলটিকে যুক্ত করা হয়েছে, এটি এই ফোনের জন্য সফটওয়্যার সাপোর্ট বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে৷ অন্যদিকে, রেডমি নোট ৯ সিরিজে অন্তর্ভুক্ত রেডমি নোট ৯এস, রেডমি নোট ৯ প্রো এবং রেডমি নোট ৯ প্রো ম্যাক্স – মডেলগুলির জন্য সফটওয়্যার সাপোর্ট বন্ধ করা হয়েছে। তবে, এই হ্যান্ডসেটগুলিকে এখনও উল্লিখিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু সিকিউরিটি বুলেটিন অনুযায়ী, এগুলির শুধুমাত্র মে, ২০২৩ পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়ার কথা।

যেহেতু, এই ফোনগুলি সবেমাত্র এপ্রিল মাসে একটি সিকিউরিটি আপডেট পেয়েছে এবং মে শেষ হতে চলেছে, এর পরে এগুলির জন্য নতুন কোনও সফটওয়্যার তৈরি নাও হতে পারে৷ এই হ্যান্ডসেটগুলির সাথে শীঘ্রই ইওএস তালিকা আপডেট করা হবে। এই সবকটি স্মার্টফোনই ২০২০ সালের শুরুর দিকে লঞ্চ করা হয়েছিল। তাই শাওমি লঞ্চের ৩ বছর পর এগুলির সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দিয়েছে।

তুলনা করে দেখলে, একই সময়ে লঞ্চ হওয়া একই দামের স্যামসাং ডিভাইসগুলি আগামী বছর (৪ বছর) পর্যন্ত সফটয়্যার সাপোর্ট পেতে থাকবে। কিন্তু ওপ্পো (Oppo), ভিভো (Vivo) এবং রিয়েলমি (Realme)-এর মতো চীনা ব্র্যান্ডগুলি শাওমির মতো একই নীতি অনুসরণ করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন