অ্যাপের স্পিড বাড়িয়ে ব্যাটারি খরচ কমাবে, Xiaomi-র নতুন সফটওয়্যারের কামাল

শাওমি (Xiaomi) সম্প্রতি একটি সুবিন্যস্ত ডিজাইন এবং নতুন ফিচার সহ তাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ইউজার ইন্টারফেস-...
Ananya Sarkar 17 Dec 2022 3:40 PM IST

শাওমি (Xiaomi) সম্প্রতি একটি সুবিন্যস্ত ডিজাইন এবং নতুন ফিচার সহ তাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ইউজার ইন্টারফেস- MIUI 14 চীনে উন্মোচন করেছে। এই সফ্টওয়্যারের প্রধান হাইলাইটগুলির মধ্যে রয়েছে, নতুন ফোটন ইঞ্জিন, যা থার্ড পার্টি অ্যাপগুলির গতি বাড়াবে বলে দাবি করে সংস্থা। তবে প্রাথমিক পরীক্ষার পর্যায়ে, কোম্পানি এই ফিচারটি সীমিত সংখ্যক স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। তবে, এখন শাওমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, MIUI 14 চালিত সমস্ত ডিভাইস ফোটন ইঞ্জিন সাপোর্ট করবে। চলুন এই ফিচারটি ও তার ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

MIUI 14 Photon Engine এবার থেকে সাপোর্ট করবে সমস্ত Xiaomi ফোনে

সম্প্রতি শাওমি তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, এমআইইউআই ১৪-এ আপগ্রেড করা সমস্ত হ্যান্ডসেট এখন থেকে ফোটন ইঞ্জিন সাপোর্ট করবে। তবে সংস্থাটি এও জানিয়েছে যে, সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারের গভীর সমন্বয় প্রয়োজনীয়তা এবং প্রচুর পরিমাণে সিস্টেম আর্কিটেকচার অ্যাডজাস্টমেন্টের কারণে, এই ফিচারটি ধীরে ধীরে যোগ্য স্মার্টফোনগুলিতে ব্যাচে রোলআউট করা হবে।

প্রসঙ্গত, এই ঘোষণাটি করার সময়, শাওমি জানায় যে ফোটন ইঞ্জিন ইন-বিল্ট অ্যান্ড্রয়েড কার্নেলে কাজ করে যা থার্ড পার্টি অ্যাপ ডেভেলপাররা অ্যাক্সেস করতে পারে। এই ফিচারটি অ্যাপ বিকাশকারীকে তাদের অ্যাপগুলি স্ট্রীমলাইন করতে এবং এগুলির লোডিং গতি উন্নত করার অনুমতি দেবে৷ এটি থার্ড পার্টি অ্যাপগুলির সাবলীলতা ৮৮% পর্যন্ত বৃদ্ধি করবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, ফিচারটি অ্যাপের পাওয়ার খরচ ১৬% পর্যন্ত কমাতে সাহায্য করবে বলেও জানানো হয়েছে।

এছাড়াও, MIUI 14 সফ্টওয়্যারের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বড় আইকন সহ কাস্টমাইজযোগ্য ফোল্ডার এবং বিভিন্ন আকার ও আকৃতির নতুন উইজেট অপশন, কম-ব্যবহৃত অ্যাপগুলির জন্য অটোমেটিক কম্প্রেশন এবং স্থায়ী নোটিফিকেশনগুলি বন্ধ করতে একটি টগল। আবার, MIUI 14-কে উন্নত করেছে এমআইইউআই ইন্টারকানেকশন, যা এখন ইয়ারফোন ডিসকভারিকে ৫০%, মোবাইল টিভি কানেক্টিভিটিকে ১৩% এবং স্ট্রিমিংয়ের সময় ইমেজ ট্রান্সমিশনের গতি ৭৭% বাড়িয়েছে।

উল্লেখ্য, তবে বিশেষ ফোটন ফিচার ও অন্যান্য নতুন বৈশিষ্ট্যগুলি সহ MIUI 14 ইউজার ইন্টারফেসটি বর্তমানে চীনের ইউজাররাই তাদের ডিভাইসে উপভোগ করতে পারবেন। সারা বিশ্বের শাওমি ফোন ব্যবহারকারীদের জন্য এমআইইউআই-এর এই সাম্প্রতিকতম সংস্করণটি এখনও ঘোষণা করা হয়নি। তবে আশা করা যায় সফ্টওয়্যারটি কিছুদিনের মধ্যেই চীনের বাইরের অঞ্চলগুলিতেও প্রকাশ করা হবে।

Show Full Article
Next Story