স্যামসাং কে হারিয়ে ফের ভারত সেরা স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi, প্রিমিয়াম রেঞ্জে এগিয়ে Apple

ভারতীয় ক্রেতাদের মধ্যে Xiaomi স্মার্টফোনের চাহিদা দিনকে দিন বাড়ছে। মার্কেট রিসার্চ ফার্ম ক্যানালিস (Canalys) এর...
SUPARNA 22 Oct 2022 8:19 PM IST

ভারতীয় ক্রেতাদের মধ্যে Xiaomi স্মার্টফোনের চাহিদা দিনকে দিন বাড়ছে। মার্কেট রিসার্চ ফার্ম ক্যানালিস (Canalys) এর রিপোর্ট অনুযায়ী, Samsung, Vivo এবং Oppo -এর মতো স্বনামধন্য ব্র্যান্ডকে পিছনে ফেলে, ২০২২ সালের তৃতীয় কোয়ার্টারেও (Q3) ভারতীয় স্মার্টফোন বাজারের দখল নিজেদের কাছে রাখতে সফল হয়েছে Xiaomi। এক্ষেত্রে জানিয়ে রাখি, তৎকালীন সময়ে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে সামগ্রিকভাবে স্মার্টফোন মার্কেটে কম চাহিদা থাকা সত্ত্বেও লেই জুন পরিচালিত সংস্থাটি যথেষ্ট ডিভাইস বিক্রি করেছে। প্রসঙ্গত, আগের বছরের তুলনায় চলতি বছর এই একই ত্রৈমাসিকে স্মার্টফোনের শিপমেন্ট সামগ্রিকভাবে ৬% হ্রাসপ্রাপ্ত হয়েছে।

২০২২ সালের তৃতীয় প্রান্তিকেও ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi

ক্যানালিস প্রকাশিত ডেটা অনুসারে, ২০২২ সালের তৃতীয় কোয়ার্টারে ভারতে ৯.২ মিলিয়ন ইউনিট ডিভাইস এনে শাওমি ২১% মার্কেট শেয়ারের সাথে শীর্ষস্থান লাভ করেছে। দ্বিতীয় স্থানে আছে স্যামসাং (Samsung)। দক্ষিণ কোরিয়া ভিত্তিক এই সংস্থাটি ৮.১ মিলিয়ন ইউনিট শিপিং করার দরুন ১৮% মার্কেট শেয়ার প্রাপ্ত করেছে। রিপোর্টে আরো উল্লেখ আছে যে, ভিভো (Vivo) ও তার সাব-ব্র্যান্ড আইকো (iQOO) সহ মোট ৭.৩ মিলিয়ন ইউনিট ভারতে প্রেরণ করেছে এবং ১৬% মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানের আছে। আর, ৭.১ মিলিয়ন ইউনিট বিক্রি করার দৌলতে ১৬% মার্কেট শেয়ারের সাথে চতুর্থ স্থানে রয়েছে ওপ্পো ( Oppo)।

চলতি বছরের ৩য় প্রান্তিকে দেশী-বিদেশী প্রায় প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ডই সেল বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। আর এই সময়ে 'আর্লি মনসুন' এবং 'ইন্ডিপেন্ডেন্স ডে' -কেন্দ্রিক সেল ব্যাপকভাবে স্মার্টফোন বিক্রি ত্বরান্বিত করে। এই বিষয়ে ক্যানালিস বিশ্লেষক সান্যাম চৌরাসিয়া (Sanyam Chaurasia) বলেছেন, “সুসংবাদ হল, উৎসবের মরসুম শুরু হওয়ার কাছাকাছি সময়ে অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকের শেষ কয়েক সপ্তাহ জুড়ে কনজিউমার ডিমান্ড বৃদ্ধি পেয়েছিল৷ তবে মুদ্রাস্ফীতি দ্বারা প্রভাবিত হয়ে এন্ট্রি-লেভেল ডিভাইসগুলির সেল এই বছর হ্রাস পেয়েছে। যেখানে কিনা মিড থেকে প্রিমিয়াম রেঞ্জের হ্যান্ডসেটগুলি তুলনামূলকভাবে ভালো পারফর্ম করেছে। আর এর জন্য ধারাবাহিক প্রচারকার্যকে ধন্যবাদ জানাতেই হয়।"

রিপোর্টে আরও বলা হয়েছে যে, উল্লেখিত সময়ে ভারতীয় ইলেক্ট্রনিক্স বাজারে পুরানো প্রজন্মের ফ্ল্যাগশিপ মডেলগুলির পাশাপাশি দাম কমার কারণে নতুন হ্যান্ডসেটগুলির চাহিদাও নজরে পড়ার মতো বৃদ্ধি পেয়েছিল৷ যেমন, ২০২১ সালে আগত Samsung Galaxy Z Fold 3 এবং ২০২২ সালে লঞ্চ হওয়া লেটেস্ট Galaxy S22 সিরিজের স্মার্টফোনগুলি অনলাইন ও অফলাইন শপিং প্ল্যাটফর্মে ভারী ডিসকাউন্ট সহ উপলব্ধ হওয়ায় বিক্রি বেড়েছে।

ক্যানালিস এর রিপোর্ট থেকে আরও উঠে এসেছে যে, এই সময়ে অ্যাপল (Apple) প্রিমিয়াম সেগমেন্টকে রীতিমতো নেতৃত্ব দিয়েছে। আর এমনটা হওয়ার জন্য "বাম্পার ডিসকাউন্ট" সহ বিপুল পরিমাণে বিক্রি হওয়া iPhone 13 দায়ী৷ এমনকি নতুন iPhone 14 সিরিজের মডেলগুলিও 'সোল্ড আউট' হয়ে গেছে বেশ কয়েকটি রিটেল প্ল্যাটফর্মে৷

Show Full Article
Next Story