Xiaomi TV ES Pro 86-inch: বিশাল বড় স্ক্রিন সহ শাওমি লঞ্চ করল নয়া স্মার্ট টিভি, দাম জেনে নিন
শাওমি আজ (২৪ মে) বাজারে লঞ্চ করলো তাদের লেটেস্ট প্রিমিয়াম-গ্রেডের স্মার্ট টিভি, Xiaomi TV ES Pro 86-inch। এই নতুন ৮৬...শাওমি আজ (২৪ মে) বাজারে লঞ্চ করলো তাদের লেটেস্ট প্রিমিয়াম-গ্রেডের স্মার্ট টিভি, Xiaomi TV ES Pro 86-inch। এই নতুন ৮৬ ইঞ্চি স্ক্রিনের শাওমি টিভিটি ১,০০০-স্তরের ব্যাকলাইট সহ এসেছে, যা ৪,০৯৬-স্তরের প্রিসিশন ডিমিং টেকনোলজি এবং ১,০০০ নিট স্ক্রিন ব্রাইটনেস অফার করে। টিভিতে একটি ডেডিকেটেড লাইট সেন্সরও রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে পারিপার্শ্বিক আলোর তীব্রতা অনুধাবন করার পরে স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে। Xiaomi TV ES Pro 86-inch-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং গেমারদের সুবিধার জন্য ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (VRR) এবং অটোমেটিক লো লেটেন্সি মোড (ALLM) প্রযুক্তি সহ এইচডিএমআই ২.১ (HDMI 2.1) ইন্টারফেস অফার করে৷ চলুন নতুন এই স্মার্ট টিভির দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
শাওমি টিভি ইএস প্রো ৮৬-ইঞ্চির দাম (Xiaomi TV ES Pro 86-inch Price)
চীনের বাজারে শাওমি টিভি ইএস প্রো ৮৬-ইঞ্চি স্মার্ট টিভিটির দাম রাখা হয়েছে ৮,৪৯৯ ইউয়ান (প্রায় ৯৮,৯০০ টাকা)। এটি বর্তমানে চীনে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ রয়েছে এবং আগামী ৩১ মে থেকে টিভিটির সেল শুরু হবে। চীনের বাইরের বাজারগুলিতে শাওমি টিভি ইএস প্রো ৮৬-ইঞ্চি কবে লঞ্চ হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও ঘোষণা করা হয়নি।
শাওমি টিভি ইএস প্রো ৮৬-ইঞ্চির স্পেসিফিকেশন (Xiaomi TV ES Pro 86-inch Specifications)
শাওমি টিভি ইএস প্রো ৮৬-ইঞ্চি-তে ৪কে (৩,৮৪০ x২,১৬০ পিক্সেল) রেজোলিউশন এবং ৯৪ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট সহ আইপিএস ডিসপ্লে রয়েছে। প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০ হার্টজ এমইএমসি (MEMC) মোশন কম্পেনসেশন অফার করে। এতে ১,০০০ নিট পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্ট করে। শাওমি টিভি ইএস প্রো ৮৬-ইঞ্চি কোয়াড-কোর কর্টেক্স-এ৭৩ সিপিইউ দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৫২ এমসি১ জিপিইউ যুক্ত রয়েছে। এই টিভিতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, এটি এমআইইউআই টিভি (MIUI TV) ইউজার ইন্টারফেসে রান করে।
কানেক্টিভিটির জন্য, Xiaomi TV ES Pro 86-inch একটি এইচডিএমআই ২.১, দুটি এইচডিএমআই ২.০, এবং দুটি ইউএসবি পোর্টের পাশাপাশি একটি এভিআই ইনপুট, এস/পিডিআইএফ ইন্টারফেস এবং একটি ইথারনেট পোর্ট অফার করে৷ এই টিভিতে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি ৫.০-এর সাপোর্টও মিলবে। এছাড়াও, এটি শাওমি এডিএম ফ্রিসিঙ্ক প্রিমিয়াম (Xiaomi AMD FreeSync Premium)-এর সাপোর্ট অফার করে, যেটি ৪ মিলিসেকেন্ডের একটি অতি-নিম্ন লেটেন্সি আউটপুট দিতে পারে বলে দাবি করা হয়েছে।
অডিওর জন্য, Xiaomi TV ES Pro 86-inch টিভিতে মোট আটটি স্পিকার ইউনিট রয়েছে, যার মধ্যে সক্রিয় এবং দুটি প্যাসিভ ড্রাইভার রয়েছে। ইউনিটটি মোট ৩০ ওয়াট অডিও আউটপুট প্রদান করে। টিভিতে ডলবি অ্যাটমস (Dolby Atmos)-এর পাশাপাশি ডিটিএস-এইচডি (DTS-HD) সাপোর্টও বর্তমান। এই দামের সেগমেন্টে থাকা অন্যান্য স্মার্ট টিভিগুলির মতো, Xiaomi TV ES Pro 86-inch অ্যান্ড্রয়েড বা এইওএস ডিভাইস থেকে স্ক্রিন কাস্ট করতে পারে। এটি উইন্ডোজ বা ম্যাক যেকোনো কম্পিউটার থেকেই স্ক্রিন প্রজেক্ট করতে সক্ষম। সবশেষে, Xiaomi TV ES Pro 86-inch টিভির পরিমাপ ১,৯২৪x১১৮২.৪x৪৪১.৪ মিলিমিটার এবং বেস স্ট্যান্ড সহ এর ওজন মাত্র ৪৩.৬ কিলোগ্রাম।