দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি সহ দীর্ঘ ব্যাটারি লাইফ, লঞ্চ হল Xiaomi TWS 3 Pro ইয়ারবাড

জনপ্রিয় চাইনিজ সংস্থা শাওমি, তাদের ঘরেলু বাজারে Xiaomi TWS 3 Pro নামের একটি ইয়ারফোন লঞ্চ করল। নতুন এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটির বিশেষত্ব হল, এটিতে রয়েছে…

জনপ্রিয় চাইনিজ সংস্থা শাওমি, তাদের ঘরেলু বাজারে Xiaomi TWS 3 Pro নামের একটি ইয়ারফোন লঞ্চ করল। নতুন এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটির বিশেষত্ব হল, এটিতে রয়েছে অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। গতকাল Civi স্মার্টফোন ও Watch Color 2 স্মার্টওয়াচ লঞ্চের সময় এই প্রযুক্তিটির ওপর থেকে পর্দা উন্মোচন করেছিল স্বয়ং শাওমি। ডিজাইনের দিক থেকে Xiaomi TWS 3 Pro, অ্যাপল ইয়ারপডস প্রো’য়ের মতো দেখতে। এছাড়া আছে এলএইচডিসি ৪.০ (LHDC 4.0) কোডেক, আইপি৫৫ রেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিচার। ইয়ারবাডটি মূলত গত বছর লঞ্চ হওয়া TWS Earphone 2-এর উত্তরসূরী হিসেবেই লঞ্চ হয়েছে।

Xiaomi TWS 3 Pro দাম ও প্রাপ্যতা

শাওমি টিডব্লুএস ৩ প্রো ইয়ারবাডটির দাম নির্ধারণ করা হয়েছে ৬৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৮,০০০টাকা)। আগামী ৯ অক্টোবর থেকে ইয়ারবাডটির বিক্রি শুরু হবে। যদিও গ্লোবাল মার্কেটে ইয়ারবাডটি কবে উপলব্ধ হবে তা এখনও জানায়নি সংস্থা। শাওমি টিডব্লুএস ৩ প্রো কালো, সবুজ ও সাদা-এই তিনটি রঙের ভ্যারিয়েন্টে এসেছে।

Xiaomi TWS 3 Pro স্পেসিফিকেশন ও ফিচার

একটি উইবো পোস্টে শাওমি’র দাবি এটিই বিশ্বের প্রথম ট্রু ওয়্যারলেস ইয়ারবাড যেটি এলএইচডিসি ৪.০ (LHDC 4.0) কোডেকের সাথে এসেছে, যার ফলে হাই-ফাই অডিও শোনার ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে।

Xiaomi TWS 3 Pro ইয়ারবাডে রয়েছে অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। যার মধ্যে আছে হিউম্যান একটি ভয়েস-এনহ্যানসিং মোড, একটি অ্যাম্বিয়েন্ট মোড, একটি থ্রি-স্টেজ নয়েজ রিডাকশন ফিচার। ইয়ারবাডটি সর্বোচ্চ ৪০ ডেসিবেল পর্যন্ত নয়েজ কমাতে সক্ষম। চার্জিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়েছে টাইপ-সি চার্জার। ইয়ারবাডটি আইপি৫৫ রেটিংপ্রাপ্ত, ফলে জল ও ধুলোময়লা প্রতিরোধ ক্ষমতা বিশিষ্ট।

ব্যাটারির ক্ষেত্রে, Xiaomi জানিয়েছে TWS 3 Pro এএনসি (ANC) মোড বন্ধ থাকলে ৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। অন্যদিকে, চার্জিং কেস সহ ২৭ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন