একাধিক স্পোর্টস মোড সহ লঞ্চ হল Zebronics Drip স্মার্টওয়াচ

ব্লুটুথ কলিং ফিচারসহ ভারতে লঞ্চ হল দেশীয় সংস্থা Zebronics-এর নতুন Drip স্মার্টওয়াচ। হাতের ঘড়ি থেকে কল করার জন্য এতে...
techgup 8 July 2022 11:24 AM IST

ব্লুটুথ কলিং ফিচারসহ ভারতে লঞ্চ হল দেশীয় সংস্থা Zebronics-এর নতুন Drip স্মার্টওয়াচ। হাতের ঘড়ি থেকে কল করার জন্য এতে রয়েছে ইন-বিল্ট মাইক এবং লাউডস্পিকার। তাছাড়া এটি সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। শুধু তাই নয়, একাধিক স্পোর্টস মোডের সাথে এতে রয়েছে বিভিন্ন হেলথ ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Zebronics Drip স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Zebronics Drip স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে জেব্রনিক্স ড্রিপ স্মার্টওয়াচের প্রারম্ভিক দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। তবে এই দাম সিলিকন স্ট্র্যাপ মডেলের জন্য উপলব্ধ। এর মেটাল স্ট্র্যাপযুক্ত মডেলটির দাম পড়বে ২,৩৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি। এর মধ্যে সিলিকন স্ট্র্যাপে ব্লু, বেইজ, ব্ল্যাক এবং মেটাল স্ট্র্যাপে সিলভার ও ব্ল্যাক কালার অপশন রয়েছে।

Zebronics Drip স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত জেব্রনিক্স ড্রিপ স্মার্টওয়াচটি ১.৭ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লের সাথে এসেছে। তাছাড়া এতে টাচ কন্ট্রোল সাপোর্ট করবে। এমনকি দৈনন্দিন ব্যবহারের জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে মেটালের ফ্রেম। শুধু তাই নয়, এর মেটাল স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট মডেলটিতে থাকবে ম্যাগনেটিক লুপ ডিজাইন।

অন্যদিকে, ড্রিপ স্মার্টওয়াচে একগুচ্ছ ফিটনেস ফিচার উপলব্ধ। এমনকি মেডিটেশন মোডের সাথে এতে পাওয়া যাবে হার্ট রেট, SpO2 এবং ব্লাড প্রেসার মিটারিং সেন্সর। উপরন্তু এই বডি মেজারমেন্ট ডেটাগুলির ব্যবহারকারী তার স্মার্টওয়াচে এবং কিংবা স্মার্টফোনের কম্পানিয়ন অ্যাপে দেখতে পাবেন। তাছাড়া ঘড়িটি স্টেপ, ক্যালোরি এবং ব্যবহারকারী দিনে কতটা দূরত্ব অতিক্রম করলেন তা পরিমাপ করতে পারবে। সেইসঙ্গে ওয়্যারেবলটিতে ১৭টির বেশি স্পোর্টস মোড বর্তমান। এমনকি এতে পাঁচ দিনের ডেটা মজুত রাখার ক্ষমতাও রয়েছে।

এছাড়াও Zebronics Drip স্মার্টওয়াচে চারটি বিল্ট-ইন গেম এবং আটটি মেনু ইউআই উপস্থিত। সেই সঙ্গে ঘড়িটিতে পাওয়া যাবে অ্যাপ নোটিফিকেশন। সর্বোপরি, ব্যবহারকারী যাতে তার পছন্দমতো ওয়াচফেস বেছে নিতে পারেন তার জন্য এতে ১০০টিরও বেশী ওয়াচফেসের অপশন পাওয়া যাবে।

Show Full Article
Next Story