ZTE Axon 30S অবিশ্বাস্য দামে লঞ্চ হল, ২০ হাজার টাকার কমে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা

জেডটিই (ZTE) তাদের Axon সিরিজের অধীনে চীনের বাজারে একটি নতুন ডিভাইস লঞ্চ করেছে, যার নাম ZTE Axon 30S। এই ফোনের নামকরণটি গ্রাহকদের কিছুটা অবাক করেছে,…

জেডটিই (ZTE) তাদের Axon সিরিজের অধীনে চীনের বাজারে একটি নতুন ডিভাইস লঞ্চ করেছে, যার নাম ZTE Axon 30S। এই ফোনের নামকরণটি গ্রাহকদের কিছুটা অবাক করেছে, কেননা কোম্পানি Axon 30-এর উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই Axon 40 সিরিজটি দেশীয় বাজারে উন্মোচন করেছে। তবে যাইহোক, এই নয়া জেডটিই হ্যান্ডসেটটি বেশকিছু উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন এবং ফিচারের সাথে এসেছে। যেমন এতে অন্তর্ভুক্ত রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 870 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা এবং ৪,২০০ এমএএইচ ব্যাটারি। চলুন ZTE Axon 30S-এর দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

জেডটিই অ্যাক্সন ৩০এস-এর মূল্য – ZTE Axon 30S Price

চীনা মার্কেটে জেডটিই অ্যাক্সন ৩০এস-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১,৬৯৮ ইউয়ান (প্রায় ১৯,৪০০ টাকা) এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ২,১৯৮ ইউয়ান (প্রায় ২৫,১০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

জেডটিই অ্যাক্সন ৩০এস-এর স্পেসিফিকেশন – ZTE Axon 30S Specifications

কিছু ছোটখাটো পরিবর্তন ছাড়া, গত বছর লঞ্চ হওয়া রেগুলার অ্যাক্সন ৩০-এর সাথে নবাগত জেডটিই অ্যাক্সন ৩০এস-এর অনেকটাই মিল রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায়, কোম্পানি এই হ্যান্ডসেটে সফ্টওয়্যার আপডেট করেছে, কিছু ক্যামেরা ফাংশন যোগ করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ডিভাইসের দাম কমিয়েছে। জেডটিই অ্যাক্সন ৩০এস-এ ৬.৯ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১০-বিট কালার, ২,৪৬০ x ১,০৮০ পিক্সেলের ফুল এইচডি+ স্ক্রিন রেজোলিউশন, ডিসিআই-পি৩ কালার গ্যামট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যাক্সন ৩০এস অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কোম্পানির নিজস্ব মাইওএস (MyOS) কাস্টম ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, ZTE Axon 30S-এর ব্যাক প্যানেলে কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর বর্তমান। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে। এই স্মার্টফোনটির অন্যতম বিশেষত্ব হল যে, এর সেলফি ক্যামেরাটি ডিসপ্লের নীচে অবস্থিত, অর্থাৎ ফোনটির স্ক্রিনের ওপরে কোনও ধরণের নচ বা পাঞ্চ-হোল কাটআউট নেই। তবে শুধু ক্যামেরা নয়, এই জেডটিই হ্যান্ডসেটে নিরাপত্তার জন্য একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অবস্থান করছে। সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Axon 30S ৪,২০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।