রয়েছে লুকানো সেলফি ক্যামেরা, ZTE Axon 40 Pro চীনের পর এবার বিশ্ব বাজারে লঞ্চ হল

ZTE Axon 40 Pro আজ (১১ জুলাই) গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এই হ্যান্ডসেটটি গত মে মাসে ZTE Axon 40 Ultra-এর সাথে হোম মার্কেট চীনে উন্মোচিত…

ZTE Axon 40 Pro আজ (১১ জুলাই) গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এই হ্যান্ডসেটটি গত মে মাসে ZTE Axon 40 Ultra-এর সাথে হোম মার্কেট চীনে উন্মোচিত হয়েছিল। বিশ্ববাজারে Axon 40 Pro ৬.৬৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ফুল-এইচডি+ ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 870 প্রসেসরের সাথে এসেছে। এই স্মার্টফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। জেডটিই-এর এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইওএস ১২ (MyOS 12) কাস্টম স্কিনে রান করে এবং এটি দুটি কালার অপশন অফার করে। চলুন ZTE Axon 40 Pro-এর মূল্য, ফিচার এবং সকল স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

জেডটিই অ্যাক্সন ৪০ প্রো-এর দাম (ZTE Axon 40 Pro Price)

জেডটিই অ্যাক্সন ৪০ প্রো-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার (প্রায় ৩৯,৭০০ টাকা), যেখানে এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৫৯৯ ডলার (প্রায় ৪৭,৭০০ টাকা)। আগেই উল্লেখ করা হয়েছে, এই হ্যান্ডসেটটি গত মে মাসে চীনে লঞ্চ করা হয়েছিল এবং চীনের বাজারে এর দাম শুরু হয়েছে ২,৯৯৮ ইউয়ান (প্রায় ৩৫,০০০ টাকা) থেকে। জেডটিই অ্যাক্সন ৪০ প্রো ড্রিম ব্ল্যাক এবং ক্রিস্টাল ব্লু-এই দুই কালার অপশনে বাজারে উপলব্ধ রয়েছে।

জেডটিই অ্যাক্সন ৪০ প্রো-এর স্পেসিফিকেশন (ZTE Axon 40 Pro Specifications)

জেডটিই অ্যাক্সন ৪০ প্রো ফুল-এইচডি+ (২,৪০০x১,৮০০ পিক্সেল) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত। এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইওএস ১২ (MyOS 12) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, ZTE Axon 40 Pro- এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে, যার মধ্যে এফ/১.৮৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে পাঞ্চ-হোলের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, এই ডিভাইসে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ZTE Axon 40 Pro ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। হ্যাপটিক ফিডব্যাকের জন্য, এতে একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর রয়েছে। এছাড়াও, এই জেডটিই ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ওয়াই-ফাই ৬ অন্তর্ভুক্ত রয়েছে৷