ZTE Yuanhang 30S: ১৫ হাজার টাকার কমে এল নয়া ফোন, রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা

জনপ্রিয় টেক ব্র্যান্ড জেডটিই (ZTE) চীনে তাদের Yuanang সিরিজের অধীনে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি ZTE Yuanhang 30S নামে দেশীয় বাজারে পা…

জনপ্রিয় টেক ব্র্যান্ড জেডটিই (ZTE) চীনে তাদের Yuanang সিরিজের অধীনে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি ZTE Yuanhang 30S নামে দেশীয় বাজারে পা রেখেছে এবং এটি কিছু দুর্দান্ত দেশীয় উপাদানের সাথে এসেছে। স্মার্টফোনটি ৬ ন্যানোমিটার ইইউভি এফেক্ট থেকে তৈরি Unisoc T760 চিপসেট দ্বারা চালিত। এছাড়াও, এই ডিভাইসে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে এবং ৪,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। আসুন এই নয়া জেডটিই ফোনটির দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

জেডটিই ইউয়ানহ্যাং ৩০এস-এর মূল্য (ZTE Yuanhang 30S Price)

চীনা বাজারে জেডটিই ইউয়ানহ্যাং ৩০এস-এর দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,০৫০ টাকা)৷ তবে, ডিভাইসটির গ্লোবাল রোলআউটের বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করেনি সংস্থা।

জেডটিই ইউয়ানহ্যাং ৩০এস-এর স্পেসিফিকেশন (ZTE Yuanhang 30S Specifications)

জেডটিই ইউয়ানহ্যাং ৩০এস ৬.৫২ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লে সহ এসেছে, যা ৯১% স্ক্রিন-টু-বডি রেশিও, ৭৩০ x ১,৬০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। এই ফোনের স্ক্রিনে ইউএস ইউএল (US UL)-এর আই কেয়ার সার্টিফিকেশন রয়েছে। ইউয়ানহ্যাং ৩০এস ইউনিসক টি৭৬০ প্রসেসর দ্বারা চালিত, যা ৫জি সংযোগ প্রদান করে। এই চিপসেটের এআই কম্পিউটিং ক্ষমতা ২.৪ টিওপিএস (TOPS) পর্যন্ত, যেখানে ৪কে ৩০ ফ্রেম পার সেকেন্ড (fps) রেটে ভিডিও এনকোডিং এবং ১০ বিট ভিডিও ডিকোডিং উভয়ই সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, ZTE Yuanhang 30S-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ-অফ-ফিল্ড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ৪সিএএম ম্যাক্রো মডিউল অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের এআই বিউটি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, ZTE Yuanhang 30S ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই বাজেট ফোনে ভয়েস মেসেজিং, উইচ্যাট (WeChat) এবং ভিডিও চ্যাট সহ জেডটিই-এর উইচ্যাট ফাংশনালিটি বাড়ানো হয়েছে। ফোনটিতে একাধিক স্ক্রিন মোড সহ কিছু বিল্ট-ইন ডেস্কটপ অ্যাপ্লিকেশনও মিলবে। নিরাপত্তার জন্য, Yuanhang 30S একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে এবং এতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও উপলব্ধ রয়েছে।