- Home
- »
- প্রযুক্তি »
- Mohun Bagan Durand Cup: নেই ম্যাকলারেন,...
Mohun Bagan Durand Cup: নেই ম্যাকলারেন, ৯০ মিনিটে খেলা শেষ করতে চান মোহন কোচ
আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে পাচ্ছে না...আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে পাচ্ছে না মোহনবাগান সুপার জায়ান্ট। চোটের কারণে খেলতে পারবে না এই দুজন। যদিও হোসে মোলিনা এই নিয়ে চিন্তিত নন। বরং তার লক্ষ্য ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করার।
পঞ্জাব এফসি-র বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকারে জেতার পর মোহনবাগান খেলোয়াড়দের মনোবল তুঙ্গে। কোচ মোলিনার কথাতেও বিষয়টি পরিষ্কার। তিনি জানিয়েছেন, ছেলেরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি। পাশাপাশি তারা ৯০ মিনিটের মধ্যে খেলা শেষ করে ফাইনালের আগে বাড়তি সময় পেতে চান বলে স্পষ্ট করেছেন মোহন কোচ।
তিনি বলেন, পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। এরপর আজ ফের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ফলে ছেলেরা সুস্থ হওয়ার বেশি সময় পাইনি। তবে আজকের ম্যাচে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ান ছাড়া সবাইকে পাচ্ছেন মোলিনা, যা তাকে বাড়তি স্বস্তি দিচ্ছে।
তবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে কোনোমতেই হালকাভাবে নিতে নারাজ মোলিনা। তিনি জানিয়েছেন, বেঙ্গালুরু ভালো দল এবং ওদের হাতে বেশ কয়েকজন ভালো প্লেয়ার আছে। তাই আজকের ম্যাচ সহজ হবে না।
তবে আজকের সেমিফাইনাল ম্যাচকে কোনোভাবেই ফাইনাল ভাবছেন না বলে পরিষ্কার করছেন মোলিনা। তার ব্যাখ্যা, আজকের ম্যাচ জিততে পারলে তবেই দল ফাইনাল খেলবে। এরপর তিনি ফাইনাল নিয়ে ভাববেন।
উল্লেখ্য, শিলংয়ের লাজং এফসিকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে নর্থইস্ট। আগামী শনিবার যুবভারতীতে আজকের ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে খেলবে তারা।