- Home
- »
- প্রযুক্তি »
- Password: এই পাসওয়ার্ডগুলি সবথেকে বেশি...
Password: এই পাসওয়ার্ডগুলি সবথেকে বেশি ব্যবহার হয় বিশ্বে, তালিকায় আপনারটা নেই তো!
বিশ্বের সবথেকে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডগুলির তালিকা পেশ করল NordPass। এই পাসওয়ার্ডগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনার এগুলিকে ব্যবহার করা এড়িয়ে যাওয়া উচিত।
এখন সব জায়গা দিতে হয় পাসওয়ার্ড। তাই ভুলে যাওয়ার ভয়ে অনেকেই একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় অথবা সহজ পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু, এর মধ্যে এমন প্রচুর পাসওয়ার্ড রয়েছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনায়াসে ধরে ফেলতে পারবে হ্যাকাররা। সেরকমই কয়েকটি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করল নর্ডপাস (NordPass)। এর মধ্যে সবথেকে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডটি হল - ১২৩৪৫৬।
সবথেকে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ড ছাড়াও কর্পোরেট দুনিয়ায় সবথেকে দুর্বল পাসওয়ার্ড কোনগুলি সেই তালিকাও দিয়েছে সংস্থাটি।
বিশ্বের সবথেকে বেশি ব্যবহার হওয়া ১০টি পাসওয়ার্ড
১২৩৪৫৬
১২৩৪৫৬৭৮৯
১২৩৪৫৬৭৮
Password
Qwerty১২৩
Qwerty১
১১১১১১
১২৩৪৫
Secret
১২৩১২৩
এই পাসওয়ার্ডগুলি স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপে সবথেকে বেশি ব্যবহার করা হয়।
ঝুঁকিপূর্ণ কর্পোরেট পাসওয়ার্ড
১২৩৪৫৬
১২৩৪৫৬৭৮৯
১২৩৪৫৬৭৮
secret
password
qwerty১২৩
qwerty১
১১১১১১
১২৩১২৩
১২৩৪৫৬৭৮৯০
কর্পোরেট দুনিয়ায় যে পাসওয়ার্ডগুলি সবথেকে বেশি ব্যবহার করেন কর্মীরা তার মধ্যে প্রথম দশে রয়েছে এই পাসওয়ার্ডগুলি।
ব্যক্তিগত ও কর্পোরেট পাসওয়ার্ডের মধ্যে সাদৃশ্য
উক্ত দুই তালিকা থেকেই বোঝা যায়, ব্যক্তিগত জীবন এবং কর্পোরেট জীবনে প্রায় একই পাসওয়ার্ড ব্যবহার করে মানুষ। এই পাসওয়ার্ডগুলি খুব সহজে ট্র্যাক করা যায়। ফলে ব্যক্তিগত ও কর্পোরেট দুই ক্ষেত্রেই ঝুঁকির মুখে রয়েছে তারা। ডিজিটাল জমানায় পাসওয়ার্ড নির্বাচনে যদি সামান্য একটি বুদ্ধি খাটাতে পারেন, তাহলে ঝুঁকির সম্ভাবনা অনেকটাই কমবে। এক্ষেত্রে কয়েকটি টিপস মেনে চলতে পারেন -
- স্মার্টফোনে পাসকি ব্যবহার।
- পাসওয়ার্ডে শব্দ, সংখ্যা ও বিশেষ অক্ষরের মিশ্রণ।
- নিয়মিত পাসওয়ার্ড বদল করা (যেগুলি বেশি সংবেদনশীল)।
- পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা।
বিশ্বের সবথেকে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডগুলির তালিকা পেশ করল NordPass। এই পাসওয়ার্ডগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনার এগুলিকে ব্যবহার করা এড়িয়ে যাওয়া উচিত।