Flipkart Sale: লঞ্চের পর এই প্রথম এত সস্তায় Motorola-র ফিচারে ঠাসা স্মার্টফোন

ফ্লিপকার্টে শুরু হতে চলেছে এবছরের পুজো সেল, বিগ বিলিয়ন ডেজ সেল। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্লাস মেম্বারদের ও ২৭ সেপ্টেম্বর থেকে সবার জন্য এই সেল…

Moto-Edge-50-Fusion-Smartphone-Under-20000-Rupees-In-Flipkart-Big-Billion-Days-Sale

ফ্লিপকার্টে শুরু হতে চলেছে এবছরের পুজো সেল, বিগ বিলিয়ন ডেজ সেল। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্লাস মেম্বারদের ও ২৭ সেপ্টেম্বর থেকে সবার জন্য এই সেল শুরু হবে। এই সেলে ২০,০০০ টাকারও কম দামে কেনা যাবে Moto Edge 50 Fusion ফোনটি। আপনি যদি দুর্দান্ত সেলফি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, কার্ভড ডিসপ্লে ও দীর্ঘ ব্যাটারি লাইফের স্মার্টফোন খুঁজে থাকেন এবং আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয়, তাহলে Moto Edge 50 Fusion কিনতে পারেন।

Moto Edge 50 Fusion এই অফার সহ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে পাওয়া যাবে

Moto Edge 50 Fusion এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে এই ফোনটি অফার সহ ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার দেওয়া হবে।

মোটো এজ ৫০ ফিউশন এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলার মোটো এজ ৫০ ফিউশন ফোনের সামনে দেখা যাবে ১২০ হাটজ রিফ্রেশ রেট ও ১৬০০ নিটস পিক ব্রাইটনেসের ৬.৭ ইঞ্চি কার্ভড পি-ওএলইডি ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫। আর এটি আইপি৬৮ রেটিং সহ এসেছে, ফলে জল ও ধুলোতে নষ্ট হবে না। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ডিভাইসে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আবার মোটো এজ ৫০ ফিউশন স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর।

পারফরম্যান্সের জন্য এই মোটোরোলা ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক সফ্টওয়্যার স্কিন উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন