Motorola ফোন প্রেমীদের জন্য বড় খবর, ভারতে আসছে প্রতীক্ষিত Moto Razr 50

Motorola ফোন প্রেমীদের জন্য সুখবর। আসলে সংস্থাটি এখন ভারতে তাদের নতুন ফ্লিপ ফোন Motorola Razr 50 লঞ্চ করার প্রস্তুতি...
techgup 20 Aug 2024 1:10 PM IST

Motorola ফোন প্রেমীদের জন্য সুখবর। আসলে সংস্থাটি এখন ভারতে তাদের নতুন ফ্লিপ ফোন Motorola Razr 50 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মোটোরোলা ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সম্প্রতি একটি টিজার রিলিজ করেছে। এই টিজারে নিশ্চিত করা হয়েছে যে, Motorola Razr 50 ভারতে এসেছে। উল্লেখ্য, এই সিরিজে Razr 50 এবং Razr 50 Ultra ডিভাইস দুটি অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে 50 আল্ট্রা মডেলটি জুলাই মাসে ভারত সহ বিশ্ব বাজারে পা রাখে।

এবার Razr 50 সিরিজের বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ Razr 50 ভারতে আসছে। তবে Motorola এখনও এর লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। যদিও মনে হচ্ছে চলতি মাসেই এটি ভারতে আসতে পারে। আসুন Motorola Razr 50 এর ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

https://twitter.com/motorolaindia/status/1825533121132929110

মোটোরোলা রেজর 50 এর বিশেষত্ব

মোটোরোলা রেজর 50 ফোনে 6.9 ইঞ্চি অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে আছে। এই ফুল এইচডি + ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। আবার এতে 1056x1066 পিক্সেল রেজোলিউশন সহ 3.6-ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লেও উপস্থিত। ডিসপ্লে সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। এই ফ্লিপ স্মার্টফোনে 12 জিবি র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ রয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি 7300এক্স চিপসেট। ফটোগ্রাফির জন্য, Motorola Razr 50 মডেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল ওআইএস সাপোর্ট যুক্ত প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এদিকে সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 4200 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story