বিশাল মাইলেজের সঙ্গে হাজির নতুন Revolt RV400 ইলেকট্রিক বাইক, ফুল চার্জে চলবে 160 কিমি!

Revolt Motors গতকাল তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক মোটরসাইকেল RV1 লঞ্চ করেছে। একইসাথে সংস্থাটি তাদের RV400 মডেলটির আপডেটেড ভার্সন বাজারে এনেছে। নতুন আপডেটের ফলে ইলেকট্রিক বাইকটিতে…

New Revolt Rv400 Electric Bike Launched With New Colour Features Increased Range

Revolt Motors গতকাল তাদের সবচেয়ে সস্তা ইলেকট্রিক মোটরসাইকেল RV1 লঞ্চ করেছে। একইসাথে সংস্থাটি তাদের RV400 মডেলটির আপডেটেড ভার্সন বাজারে এনেছে। নতুন আপডেটের ফলে ইলেকট্রিক বাইকটিতে কিছু নয়া ফিচার্স যোগ হয়েছে। আবার এটির ব্যাটারি প্যাক আগের থেকে বেশি রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে।

নতুন বৈশিষ্ট্যের সঙ্গে লঞ্চ হওয়ার কারণে Revolt RV400-এর দাম বেড়েছে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি। নতুন মডেলেও একই ডিজাইন এবং স্টাইল রয়েছে। তবে এটি এখন লুনার গ্রীন নামে এক নতুন কালার অপশনে হাজির হয়েছে। সঙ্গে মিলবে লেগ গার্ড ও সেন্টার স্ট্যান্ড।

আপডেটেড Revolt RV400 রিভার্স মোড ও ব্লুটুথ কানেক্টিভিটি সহ নতুন ডিজিটাল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। আগের মতোই ৩ কিলোওয়াট মিড-ড্রাইভ মোটর ও ৩.২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থাকছে এই ইলেকট্রিক বাইকে। তবে সংস্থার দাবি, ব্যাটারি প্যাকটি এখন ১৬০ কিলোমিটার রেঞ্জ অফার করবে, যা বর্তমান মডেলের তুলনায় ১০ কিলোমিটার বেশি।

অন্যান্য হার্ডওয়্যারের কথা বললে, বাইকটিতে আগের মতোই আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক এবং উভয় চাকায় ডিস্ক ব্রেক থাকছে। রিভল্ট একটি ফাস্ট চার্জার অফার করছে, যার মাধ্যমে ব্যাটারি ৯০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ভারতের বাজারে Revolt RV400-এর সঙ্গে Tork Kratos R এবং Oben Rorr-এর প্রতিযোগিতা চলে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন