- Home
- »
- প্রযুক্তি »
- জব্বর ক্যামেরা আনল Nikon, মিররলেস...
জব্বর ক্যামেরা আনল Nikon, মিররলেস প্রযুক্তির সঙ্গে দারুন ফিচার্স, ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ
Nikon Z50 II Launched - এই মিররলেস ক্যামেরার শুধু বডি কিনলে দাম পড়বে ৭৭,৯৯৫ টাকা। আর লেন্স কিট সহ কিনলে দাম দাঁড়াবে ১,১৫,৭৯৫ টাকা।
মিররলেস ক্যামেরা সিরিজে নতুন ডিভাইস লঞ্চ করল Nikon। এটির নাম Z50 II ক্যামেরা। কন্টেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি যারা প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছেন তাদের জন্য এটি দারুন বিকল্প হতে পারে বলে মত কোম্পানির। নিকন জানিয়েছে, এটির শুধু ক্যামেরা বডি কিনতে পারেন অথবা লেন্সের সঙ্গেও কিনতে পারেন। লেন্স সহ কিনলে দাম কতটা বেশি পড়বে আসুন জেনে নেওয়া যাক।
Nikon Z50 II ক্যামেরার দাম
এই মিররলেস ক্যামেরার শুধু বডি কিনলে দাম পড়বে ৭৭,৯৯৫ টাকা। আর লেন্স কিট সহ কিনলে দাম দাঁড়াবে ১,১৫,৭৯৫ টাকা। অনলাইনের পাশাপাশি অফলাইন থেকেও কেনা যাবে এই উন্নত প্রযুক্তির মিররলেস ক্যামেরা।
Nikon Z50 II ক্যামেরার ফিচার্স
এক ক্লিকে দ্রুত এবং উন্নত মানের রেজাল্ট পেতে চান বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রফেশনাল ফটোগ্রাফাররা। সেরকমই হাই-এন্ড ক্যামেরার ফিচার পাওয়া যাবে এতে। ৫.৬ কে ওভারস্যাম্পলিংয়ের ৪কে ভিডিয়ো ক্যাপচার করার জন্য এতে রয়েছে EXPEED 7 প্রসেসর। দুর্দান্ত কালার গ্রেডিং এবং নিখুঁত ফটোগ্রাফি করা যাবে বলে দাবি করেছে নিকন।
কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা করে ‘প্রোডাক্ট রিভিউ মোড’ রয়েছে এতে। যারা সাধারণত প্রোডাক্ট রিভিউ বা ভ্লগিং করেন তাঁদের ভিডিয়োগ্রাফির সময় ক্যামেরা যাতে স্টিল থাকে তার জন্য এই সেটিংস। এছাড়াও মিলবে ভিডিয়ো সেলফ টাইমার এবং USB স্ট্রিমিং দক্ষতা। ৯ প্রকারের সাবজেক্ট ডিটেকশন সিস্টেম যোগ করেছে নিকন। যার এর আগে নিকনের ফ্ল্যাগশিপ বা হাই-এন্ড ক্যামেরাগুলিতেই পাওয়া যেত।
এই সুবিধা থাকার কারণে বিভিন্ন দৃশ্য ক্যাপচার করার সময় দুর্দান্ত অটোফোকাস থাকতে পারে ক্যামেরাটি। যারা ইভেন্ট ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত সুবিধাজনক হতে পারে। এই অটোফোকাস সিস্টেম ফাস্ট মুভিং অবজেক্ট যেমন পোষ্য এবং বাচ্চাদের ট্র্যাক করতে পারে। সেরকম পরিস্থিতিতেও পিকচার পারফেক্ট ছবি তোলার দক্ষতা রাখে এই ক্যামেরা।
Nikon Z50 II Launched - এই মিররলেস ক্যামেরার শুধু বডি কিনলে দাম পড়বে ৭৭,৯৯৫ টাকা। আর লেন্স কিট সহ কিনলে দাম দাঁড়াবে ১,১৫,৭৯৫ টাকা।