Nothing ফোনে এবার সার্কেল টু সার্চ ফিচার, Nothing OS 3.0 আপডেট এল এই তিন ডিভাইসে

Nothing Phone (2), Phone (2A) এবং Phone (2A) Plus এর জন্য উপলব্ধ। তবে মনে রাখবেন প্রথম দুটি ডিভাইসে স্টেবল Nothing OS 3.0 আপডেট এসেছে, যেখানে Phone (2A) Plus পেয়েছে বিটা আপডেট।

Ankita Mondal 28 Dec 2024 10:55 AM IST

Nothing তাদের স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Nothing OS 3.0 আপডেট রোল আউট শুরু করেছে। এই আপডেটের সাথে অনেক নতুন ফিচার পাওয়া যাবে। তবে সবচেয়ে বড় যে ফিচার পাওয়া যাবে তা হল গুগলের সার্কেল টু সার্চ বৈশিষ্ট্য। Nothing Phone (2A) এবং Phone (2A) Plus মডেলে এই আপডেট পাওয়া যাবে। উল্লেখ্য, এই জনপ্রিয় এআই ফিচারটি বছরের শুরুতে গ্যালাক্সি S24 সিরিজের সাথে আত্মপ্রকাশ করেছিল। এই ফিচারের মাধ্যমে আপনি স্ক্রিনে ভেসে ওঠা যেকোনো প্রোডাক্টের চারপাশে বৃত্ত তৈরি করে সেটি সার্চ করতে পারবেন।

Nothing এর এই ফোনে সার্কেল টু সার্চ ফিচার পাওয়া যাবে

এই মুহূর্তে সার্কেল টু সার্চ ফিচার কেবল Nothing Phone (2), Phone (2A) এবং Phone (2A) Plus এর জন্য উপলব্ধ। তবে মনে রাখবেন প্রথম দুটি ডিভাইসে স্টেবল Nothing OS 3.0 আপডেট এসেছে, যেখানে Phone (2A) Plus পেয়েছে বিটা আপডেট।

বিভিন্ন ফোনের জন্য আপডেটের বিল্ড নম্বরগুলি নিম্নরূপ। ফোন (2) এর জন্য Pong-V3.0-241207-0124, ফোন (2A) এর জন্য Pacman-V3.0-241210-2057 এবং ফোন (2A) প্লাসের জন্য Pacman -24.0-241126-1448।

Nothing Phone (2), Phone (2A), ও Phone (2A) Plus মডেলে সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করুন:

- প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি প্রতিটি ফোনের জন্য সঠিক বিল্ড নম্বর ব্যবহার করছেন।

- এর জন্য 'সেটিংসে' যান, তারপর 'অ্যাবাউট ফোন' অপশনে ট্যাপ করুন, এখানে 'সফ্টওয়্যার ইনফো'তে যান (ফোনের ছবিতে ট্যাপ করুন) এবং বিল্ড নম্বরটি চেক করুন।

- আপনার ডিভাইস আপডেট হয়ে গেলে 'সেটিংসে' যান, এখানে 'স্পেশাল ফিচারে' ট্যাপ করুন, তারপর জেসচারে যান, এখানে 'নেভিগেশন মোডে' ট্যাপ করুন এবং সার্কেল টু সার্চে যান।

- আপনি যদি এখনও এই ফিচারটি খুঁজে না পান তবে আপনি ডিভাইসটি রিস্টার্ট করুন।

সিএমএফ ফোন 1 সহ অন্যান্য ডিভাইসেও এই ফিচার পাওয়া যাবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত, শুধুমাত্র ফোন (2) এবং ফোন (2A) Nothing OS 3.0 এর স্টেবল আপডেট পেয়েছে। সার্কেল টু সার্চ ছাড়াও, Nothing OS 3.0 লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এর নতুন অ্যানিমেশন, ফিচার অফার করবে।

Photo Credit: 9to5google

Show Full Article
Next Story