OnePlus Update Android 15 Based OxygenOS 15

OnePlus এর এই দুই ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এল OxygenOS 15 আপডেট

OnePlus Update Android 15 Based OxygenOS 15 - ওয়ানপ্লাস ১২আর ব্যবহার করেন এবং বিটা পোগ্রামে অংশ নিতে চান তাহলে আপনার ফোনের সফটওয়্যার ভার্সন নম্বর হতে হবে- CPH2585_14.0.0.832(EX01) বা CPH2585_14.0.0.833(EX01)। ওয়ানপ্লাস ১২ ব্যবহারকারীদের সফ্টওয়্যার ভার্সন CPH2573_14.0.0.850 (EX01) থাকতে হবে।

Ankita Mondal 31 Oct 2024 5:34 PM IST

ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ভারতে এই দুই ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ ওপেন বিটা আপডেটের ঘোষণা করল সংস্থা। তাই আপনার কাছে এই ফোনগুলির কোনো একটি থাকলে, অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। উল্লেখ্য, পুরো ওয়ানপ্লাস লাইনআপের প্রথম দুটি ফোন হিসেবে ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওএস আপডেট পেয়েছে। নয়া ওএস আপডেট ইনস্টলের পর ডিভাইস দুটি নতুন ইউজার ইন্টারফেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার এবং দ্রুত পারফরম্যান্স দেবে। এগুলিতে লাইভ থ্রেট ডিটেকশন এবং থেফ্ট ডিটেকশনের মতো অ্যান্ড্রয়েডের নতুন সিকিউরিটি ফিচারও পাওয়া যাবে। এছাড়া ডিফল্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে জেমিনি এআই অ্যাসিস্ট্যান্টের সুবিধা মিলবে

ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর পেল অক্সিজেন ওএস১৫ বিটা আপডেট

ওয়ানপ্লাসের তরফে জানানো হয়েছে যে, ওপেন বিটা আপডেট শুধুমাত্র ভারতে এসেছে। এর ফলে ভারতীয় ব্যবহারকারীরা নতুন ওএসের মজা আগেভাগে নিতে পারবে। তবে, এও জানানো হয়েছে যে যেহেতু এটি একটি ওপেন বিটা আপডেট, তাই কিছু ফিচার শুরুতে নাও পাওয়া যেতে পারে। এছাড়া, যেহেতু এটি অক্সিজেন ওএস১৫ এর স্টেবল ভার্সনের আপডেট নয়, বরং বিটা ভার্সনের আপডেট, তাই ইনস্টলের পর কিছু সমস্যা ফোনে দেখা দিতে পারে।

অক্সিজেন ওএস১৫ এর বিটা প্রোগ্রামে যোগ দেবেন কিভাবে

আপনি যদি ওয়ানপ্লাস ১২আর ব্যবহার করেন এবং বিটা পোগ্রামে অংশ নিতে চান তাহলে আপনার ফোনের সফটওয়্যার ভার্সন নম্বর হতে হবে- CPH2585_14.0.0.832(EX01) বা CPH2585_14.0.0.833(EX01)।

অন্যদিকে ওয়ানপ্লাস ১২ ব্যবহারকারীদের সফ্টওয়্যার ভার্সন CPH2573_14.0.0.850 (EX01) থাকতে হবে।

- এরপরে ফোনের সেটিংসে থেকে সফ্টওয়্যার আপডেট অপশনে যান।

- উপরের ডানদিকে কোণায় আইকনে ক্লিক করুন।

- এবার 'বিটা প্রোগ্রাম'-এ ক্লিক করুন, তারপর 'রিলিজ ক্যান্ডিডেট, আপডেট নাউ' সিলেক্ট করুন।

- নতুন আপডেট এসেছে কিনা চেক করুন এবং ইনস্টল করুন।

নতুন আপডেট ইনস্টল করার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

বিটা প্রোগ্রামের জন্য সীমিত স্লট রয়েছে, তাই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করলে আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে। এটি একটি বিটা বিল্ড যেকারণে বাগ থাকতে পারে। আপডেট করার আগে আপনার গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিয়ে নেবেন। আপডেটের পরে কিছু থার্ড পার্টি অ্যাপ যথাযথভাবে কাজ নাও করতে পারে।

Show Full Article
Next Story