OnePlus 13 নভেম্বর মাসের মধ্যে চীনে লঞ্চ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। তারপরেই অর্থাৎ ডিসেম্বরে রিলিজ হতে পারে OnePlus Ace 5 সিরিজের স্মার্টফোনগুলি। সংস্থা কিছু না বললেও এমনই খবর সামনে আসছে। ফ্ল্যাগশিপ মডেল হওয়ার কারণে OnePlus 13-এ Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকবে। আবার দাবি করা হচ্ছে, OnePlus Ace 5 Pro একই চিপসেটের সঙ্গে লঞ্চ হতে পারে।
OnePlus 13-এর তুলনায় OnePlus Ace 5 Pro পারফরম্যান্স ড্রাইভেন ফোন ফোন হবে। ফটোগ্রাফির উপর গুরুত্ব কম দেওয়া হবে। বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এখন ডিভাইটির সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এনেছে। জল্পনা মতোই ফোনটিতে SM8750 চিপ অর্থাৎ Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকবে বলে তার দাবি।
টিপস্টারের মতে, OnePlus Ace 5 Pro একটি হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোন হবে, যা BOE X2 ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে 1.5K রেজোলিউশন অফার করবে। এতে মেটাল মিড ফ্রেম মিলবে। ফোনটি সেরামিক অথবা গ্লাস চ্যাসিস অপশনে উপলব্ধ হবে। এছাড়া, ডিভাইসটির ব্যাপারে বেশি কিছু জানা যায়নি।
অন্যদিকে, OnePlus Ace 5 স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চি 8T LTPO ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে। এতে 100W ফাস্ট চার্জিং সহ 6,200mah ব্যাটারি উপলব্ধ হবে। ফোনকে শক্তি জোগাবে Snapdragon 8 Gen 3 প্রসেসর। ফটোগ্রাফির জন্য থাকবে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ইউনিট। এছাড়া, থাকবে এলার্ট স্লাইডার।