একাধিক নতুন ফিচার সহ OnePlus Nord 4, Nord CE 4 ফোনে এল OxygenOS 15 আপডেট

OnePlus Nord 4 এবং Nord CE 4 যথাক্রমে CPH2661_15.0.0.300 (EX01) এবং CPH2613_15.0.0.200 (EX01) ফার্মওয়্যার ভার্সন সহ আপডেট পেয়েছে।

Julai Mondal 3 Dec 2024 11:29 PM IST

বিটা আপডেটের পর এবার OnePlus Nord 4 এবং Nord CE 4 ফোন দুটি OxygenOS 15 স্টেবল আপডেট পেতে শুরু করল। আপাতত ভারতে এই আপডেট আনা হয়েছে। গত মাসে এই ডিভাইস দুটিতে বিটা আপডেট এসেছিল। নয়া এই স্টেবল আপডেট ভিজ্যুয়াল পরিবর্তন, নতুন অ্যানিমেশন এবং আরও অনেক ফিচার স্মার্টফোন দুটিতে যুক্ত করবে।

OnePlus Nord 4, Nord CE 4 ফোনে এল OxygenOS 15 আপডেট: কীভাবে ইনস্টল করবেন

ওয়ানপ্লাস নর্ড 4 এবং নর্ড সিই 4 যথাক্রমে CPH2661_15.0.0.300 (EX01) এবং CPH2613_15.0.0.200 (EX01) ফার্মওয়্যার ভার্সন সহ আপডেট পেয়েছে। ইতিমধ্যেই এর নোটিফিকেশন ডিভাইস দুটিতে চলে আসার কথা। এছাড়া ফোনের সেটিংস > সিস্টেম ও সফ্টওয়্যার আপডেট> আপডেট সেকশনে গিয়ে নতুন অক্সিজেনওএস 15 আপডেট এসেছে কিনা চেক করা যাবে। যেহেতু ব্যাচ ধরে রিলিজ করা হচ্ছে তাই একসাথে সব ফোনে আপডেট পৌঁছাবে না।

OxygenOS 15 আপডেটের পর ফোনে এই পরিবর্তনগুলি দেখা যাবে

ওয়ানপ্লাস নর্ড 4 এবং নর্ড সিই 4 ফোনে নতুন সিস্টেম অ্যানিমেশন দেখা যাবে। উভয় হ্যান্ডসেট আরও ভাল রেন্ডারিং এবং অ্যানিমেশন পারফরম্যান্স অফার করবে। আর একাধিক অ্যাপ্লিকেশনের মধ্যে স্যুইচ করার সময় কোনো বিলম্ব অনুভব হবে না।

নতুন স্প্লিট মোড নোটিফিকেশন এখন ড্রয়ার এবং কুইক সেটিংসকে আলাদা করবে। আর অক্সিজেনওএস 15 আইকনগুলিকে নতুন ডিজাইন প্রদান করবে। আবার বেশ কয়েকটি উচ্চমানের থিম যুক্ত হবে এবং ব্যবহারকারীরা সিস্টেম ওয়ালপেপার কাস্টোমাইজ করতে পারবে।

এছাড়া এখন ফোন দুটিতে নতুন ওয়ানপ্লাস শেয়ার ফিচার যুক্ত হবে যা আইওএস ডিভাইসের সাথে ফাইল ট্রান্সফার করতে দেবে। আপনি কাছাকাছি থাকা আইওএস ডিভাইসের সাথে লাইভ ফটো শেয়ার করতে পারবেন। নতুন 'চার্জিং লিমিট' ফিচারও এই আপডেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা 80 শতাংশ চার্জ হওয়ার পর চার্জিং বন্ধ হয়ে যাবে, যা ব্যাটারির আয়ু বাড়াবে।

Show Full Article
Next Story