OnePlus Nord CE 4 Series OxygenOS 15

বড় সুখবর! ওয়ানপ্লাস নর্ড সিই ৪ সিরিজে চলে এল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ আপডেট

OnePlus Nord CE 4 Series OxygenOS 15 Update - ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর এর পর এবার ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট এর জন্য চালু হল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ ক্লোজড বিটা পোগ্রাম। এই বিটা টেস্টে উল্লেখিত দুটি ফোনের দু'হাজার জন অংশ নিতে পারবে।

Ankita Mondal 6 Nov 2024 9:15 AM IST

ওয়ানপ্লাস ১২ ও ওয়ানপ্লাস ১২আর এর পর এবার ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট এর জন্য চালু হল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ ক্লোজড বিটা পোগ্রাম। এই বিটা টেস্টে উল্লেখিত দুটি ফোনের দু'হাজার জন অংশ নিতে পারবে। যারা আগে আপডেট চাইবে তারাই এই সুযোগ পাবে। ইতিমধ্যেই ওয়ানপ্লাস কমিউনিটি থেকে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ব্যবহারকারীদের অক্সিজেনওএস ১৫ ক্লোজড বিটা পোগ্রাম অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত নতুন সফটওয়্যারে কোনো সমস্যা আছে কিনা তা জানতেই বিটা ভার্সন আনা হয়।

অক্সিজেনওএস ১৫ ক্লোজড বিটা পোগ্রাম আনা হল ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ও নর্ড সিই ৪ লাইট‌‌ ফোনের জন্য

ওয়ানপ্লাস কমিউনিটিতে বলা হয়েছে যে, কেবল ভারতীয়দের জন্য এই আপডেট আনা হয়েছে। মোট ২,০০০ ভারতীয় ব্যবহারকারী অক্সিজেনওএস ১৫ ক্লোজড বিটা পোগ্রামে অংশ নিতে পারবে। এরজন্য ওয়ানপ্লাস কমিউনিটিতে সক্রিয় থাকতে হবে এবং ৪-৬ নভেম্বরের মধ্যে আপডেটের জন্য আবেদন করতে হবে। নির্বাচিত ব্যবহারকারীরা টেলিগ্রাম গ্রুপে জয়েনের জন্য লিঙ্ক পাবেন। সেখানে ওয়ানপ্লাস মেম্বার ও অন্যান্য বিটা টেস্টারদের সাথে কথা বলা যাবে।

এছাড়া জানানো হয়েছে, অক্সিজেনওএস ১৫ ক্লোজড বিটা পোগ্রামে অংশ নিতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন ব্যবহারকারীদের সফটওয়্যার ভার্সন নম্বর হতে হবে CPH2613_14.0.1.708(EX01) অথবা CPH2613_14.0.1.707(EX01)। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট‌‌ স্মার্টফোন CPH2619_14.0.1.900(EX01) অথবা CPH2619_14.0.1.910 (EX01) সফটওয়্যার ভার্সনে চলতে হবে। অন্য কোনো সফটওয়্যার ভার্সনে চললে এই বিটা টেস্টে অংশগ্রহণ করা যাবে না।

কীভাবে অক্সিজেনওএস ১৫ বিটা পোগ্রামে অংশ নেবেন

যেসমস্ত ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ও ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ব্যবহারকরী অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এই বিটা পোগ্রামে অংশগ্রহণ করতে চান তারা ফোনের Settings > About device > Up to date > Beta program অপশন অনুসরণ করে এবং বিটা পোগ্রামের শর্ত পূরণ করে আবেদন করতে পারেন।

তবে মনে রাখবেন যে, বিটা ভার্সনে বিভিন্ন ধরনের বাগ থাকে। তাই আপনি নানান সমস্যার মুখোমুখি হতে পারেন। এরপরও যদি আপনি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ ব্যবহার করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আবেদন করুন। আশা করা যায়, আগামী বছরের শুরুতে এর স্টেবল ভার্সন চলে আসবে।

Show Full Article
Next Story