পোস্ট লেখা থেকে কনটেন্ট পড়া, OnePlus ফোনের জন্য এল নতুন AI ফিচার

OnePlus তিনটি AI ফিচার লঞ্চ করল। এগুলি হল AI Speak, AI Summary, AI Writer। আপাতত ফিচারগুলি মাত্র দুটি OnePlus ডিভাইসের জন্য আনা হয়েছে।

Oneplus Three New Ai Features Launched For Oneplus Nord 4 Nord Ce 4 Lite 5G

OnePlus গত এপ্রিলে তাদের প্রথম AI ফিচার AI Eraser চালু করে। এখন ব্র্যান্ডটি কমিউনিটি পোস্টের মাধ্যমে আরও তিনটি AI ফিচার লঞ্চ করল। এগুলি হল AI Speak, AI Summary, AI Writer। আপাতত ফিচারগুলি মাত্র দুটি OnePlus ডিভাইসের জন্য আনা হয়েছে। আসুন এই দুই ডিভাইসের নাম ও ফিচার তিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus এর নতুন AI ফিচার এল Nord ফোনের জন্য

ওয়ানপ্লাসের নতুন এআই ফিচারগুলির নাম শুনেই আশা করি এদের কার্যকারিতা আন্দাজ করতে পারছেন। এআই স্পিক ফিচারের কথা বললে, ব্রাউজার ও অ্যাপের লেখা পড়তে পারবে। আবার প্লেব্যাকের গতি নিয়ন্ত্রণ করতে, সেন্টেন্স স্যুইচ করতে এবং পুরুষ এবং মহিলা ভয়েসের মধ্যে যেকোনো একটি ভয়েস বেছে নেওয়ার সুবিধা পাওয়া যাবে।

এআই সামারি ফিচারটি আপনাকে ওয়েবে দীর্ঘ লেখার সামারি তৈরি করতে দেবে। এটি রেজাল্ট কপি করতে, শেয়ার করতে এবং অনুলিপি করা, ভাগ করা এবং নোট সেভ করতে দেবে। আর এআই রাইটার ফিচারটি ব্যবহারকারীদের ইমেইল, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং রিভিউয়ের মতো বিভিন্ন বিষয়ের খসড়া করতে সহায়তা করবে।

আপাতত OnePlus Nord 4 ও OnePlus Nord CE 4 Lite 5G ফোনের জন্য এই AI ফিচারগুলি আনা হয়েছে। ভারত, এশিয়া-প্যাসিফিক, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা, দক্ষিণ এশিয়া, রাশিয়া এবং লাতিন আমেরিকার OnePlus Nord 4 ব্যবহারকারীদের জন্য এই AI ফিচারগুলি আনা হয়েছে। আর ভারতীয় OnePlus Nord CE 4 Lite 5G ইউজাররা এগুলি ব্যবহার করতে পারবে।