- Home
- »
- প্রযুক্তি »
- সার্চ ইঞ্জিনের পর ওয়েব ব্রাউজার আনছে...
সার্চ ইঞ্জিনের পর ওয়েব ব্রাউজার আনছে OpenAI, চাপে পড়বে গুগল ক্রোম
এআই সংস্থা ওপেনএআই এবার আনতে চলেছে ইন-হাউস ব্রাউজিং পরিষেবা। যা সরাসরি টেক্কা দেবে গুগল ক্রোমকে। কিছুদিন আগেই নিজস্ব সার্চ ইঞ্জিন লঞ্চ করেছে ওপেনএআই।
এআইয়ের দুনিয়ায় আলোড়ন ফেলে দেওয়ার সংস্থার নাম ওপেনএআই (OpenAI)। এই সংস্থার তৈরি এআই টুল চ্যাটজিপিটি (ChatGPT) সবার কাছে পরিচিত। চলতি বছর নিজস্ব সার্চ ইঞ্জিন এনেছে ওপেনএআই। এবার ইন-হাউস ব্রাউজার আনতে চলেছে তারা, যা সরাসরি টক্কর দেবে গুগল ক্রোম ব্রাউজারকে। সূত্রের দাবি, ওপেনএআই ব্রাউজার চ্যাটবটের সঙ্গে যৌথ ভাবে আরও ভালো রেজাল্ট তুলে ধরতে পারবে।
জানা গেছে নতুন এআই চালিত ব্রাউজার বানানোর জন্য কন্ডে নাস্ট, রেডফিন, ইভেন্টব্রাইট এবং প্রাইসলাইনের মতো ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওপেনএআই। ওয়াকিবহাল মহলের মতে, এই ব্রাউজার চলে এলে সংস্থার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সার্চজিপিটির মাধ্যমে সার্চ ইঞ্জিনের বাজারে প্রবেশ করেছে ওপেনএআই।
প্রসঙ্গত, ওপেনএআই যেখানে নিজস্ব ব্রাউজার আনার কাজে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে, সেখানে আইনি চাপের মুখে পড়েছে গুগল ক্রোম। মনোপলি ভাঙার জন্য ক্রোম ব্রাউজার বিক্রি এবং অপারেশনে উল্লেখযোগ্য পরিবর্তনের সুপারিশ করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস। আদালতের মতে, বেআইনিভাবে একচেটিয়া অধিকার বজায় রেখেছে গুগল।
বর্তমানে, সার্চ ইঞ্জিনের বাজারে ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে গুগল। মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশের বেশি মানুষ গুগলের ব্রাউজারই ব্যবহার করেন। তবে এদিন আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, গুগলের এই মনোপলির কারণে অন্যান্য সংস্থা স্বাধীনভাবে এবং উদ্ভাবনী উপায়ে প্রতিযোগিতা করতে পারছে না।
অন্যদিকে, গুগল এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এই আইনি লড়াইকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চাইছে ওপেনএআই। চলতি বছর সার্চজিপিটি এনেছে সংস্থা। ওপেনএআই-এর মতে, ব্যবহারকারীরা প্রাসঙ্গিক ওয়েব সোর্সগুলির লিঙ্ক-সহ দ্রুত, সময়োপযোগী উত্তর পাবেন এখানে। যার জন্য আপনাকে আগে সার্চ ইঞ্জিনে যেতে হবে না। আপ-টু-ডেট খেলার স্কোর, সংবাদ, স্টক প্রাইস এবং আরও অনেক কিছু সহজ ইন্টারফেসের মাধ্যমে দেখতে পারবেন।
এআই সংস্থা ওপেনএআই এবার আনতে চলেছে ইন-হাউস ব্রাউজিং পরিষেবা। যা সরাসরি টেক্কা দেবে গুগল ক্রোমকে। কিছুদিন আগেই নিজস্ব সার্চ ইঞ্জিন লঞ্চ করেছে ওপেনএআই।