Technology

Realme 13+: রিয়েলমির নতুন চমক, হাই FPS-এ খেলতে পারবেন জনপ্রিয় সব গেম

Realme 13 5G সিরিজটি আগামী 29 অগাস্ট আত্মপ্রকাশ করতে চলেছে, এই লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছ – Realme 13 5G এবং Realme 13+ 5G। এগুলি ইতিমধ্যেই আত্মপ্রকাশ করে Realme 13 Pro সিরিজে যোগ দেবে। লঞ্চের তারিখ প্রকাশের কয়েকদিনের মধ্যেই রিয়েলমি এবার Realme 13+ 5G হ্যান্ডসেটের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিশ্চিত করেছে। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme 13+ 5G হ্যান্ডসেটে মিলবে জিটি গেমিং ফিচার

কোম্পানি ঘোষণা করেছে যে রিয়েলমি 13 প্লাস 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসর দ্বারা চালিত হবে। চিপসেটটি উন্নত 4 ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি। আগের মডেলগুলির তুলনায়, চিপসেটটির পাওয়ার এফিসিয়েন্সি 30 শতাংশ বেশি বলে দাবি করা হয়। রিয়েলমি বলেছে যে, ফোনটি কল অফ ডিউটি মোবাইল (Call of Duty Mobile), বিজিএমআই (BGMI), ফ্রি ফায়ার (Free Fire) এবং এমএলবিবি (MLBB)-এর মতো গেমে 90 ফ্রেম প্রতি সেকেন্ড হারে গেমিং সাপোর্ট করবে। চিপসেটটি 26 জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যামের সাথে যুক্ত হবে।

রিয়েলমি 13 প্লাস 5জি টিইউভি এসইউডি (TUV SUD) ল্যাগ-ফ্রি মোবাইল গেমিং এক্সপেরিয়েন্স অফার করার জন্য সার্টিফিকেশন লাভ করেছে, এটি বিশ্বের প্রথম এবং মসৃণতা ও পারফরম্যান্সের জন্য একটি S লেভেল রেটিং পেয়েছে। ফোনটিতে 6050 বর্গ মিলিমিটার ভেপার কুলিং এরিয়া রয়েছে, যা আগের মডেলগুলির তুলনায় 37 শতাংশ বড়৷ রিয়েলমি 13 সিরিজ 5জি রিয়েলমির ওয়েবসাইট, ফ্লিপকার্ট (Flipkart) এবং অফলাইন স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ বলে নিশ্চিত করা হয়েছে।

রিয়েলমি বলছে নম্বর সিরিজে প্রথমবারের মতো, জিটি গেমিং ফিচারগুলি তাদের আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে গিক পাওয়ার টিউনিং (Geek Power Tuning), যা পিক পারফরম্যান্সের জন্য সিপিইউ এবং জিপিইউ ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে, কুইক স্টার্টআপ দ্রুত মিনিমাইজড লোড টাইম সহ গেমগুলি পুনরায় শুরু করে, ডেডিকেটেড গেমিং মেমরি সাতটি ব্যাকগ্রাউন্ড গেম এবং অটোমেটিক আপডেট সাপোর্ট করে, পরিষ্কার গেমপ্লের জন্য ভিজ্যুয়াল এফেক্ট উন্নত করতে গেম ফিল্টার, ভয়েস চেঞ্জার মজাদার ভয়েস ইফেক্ট অফার করে এবং গেম ফোকাস মোড ইউজারকে নিমগ্ন রাখতে নোটিফিকেশনগুলিকে ব্লক করে।

Realme 13+ 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টেনা (TENNA) সার্টিফিকেশন অনুযায়ী, Realme 13+ 5G ফোনের চীনা ভ্যারিয়েন্টটিতে 6.67 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা উচ্চতর স্ক্রিন রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। গ্লোবাল মডেলের স্ক্রিন সাইজ একই হবে কিনা, সেটাই এখন দেখার।

পারফরম্যান্সের জন্য, Realme 13+ 5G হ্যান্ডসেটে MediaTek Dimensity 7300 প্রসেসরটি থাকবে, যা গ্রাফিক্সের জন্য Mali-G615 MC2 জিপিইউ-এর সাথে যুক্ত হতে পারে। প্রসঙ্গত, পূর্বসূরি Realme 12+ 5G MediaTek Dimensity 7050 চিপসেটের সাথে এসেছে। চিপটি সর্বাধিক 16 জিবি র‍্যাম এবং 1 টিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পের সাথে যুক্ত হতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme 13+ 5G ফোনের রিয়ার প্যানেলে একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকতে পারে, যা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দ্বারা গঠিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 13+ 5G হ্যান্ডসেটে 5000 এমএএইচ ব্যাটারি থাকবে, যা সম্ভবত 45 ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করবে।

জানিয়ে রাখি, Realme 13+ 5G ফোনটি সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর টেস্টে 1,043 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2,925 পয়েন্ট পেয়েছে। এটি প্রকাশ করেছে যে, ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 (Realme UI 5.0) কাস্টম স্কিনে রান করবে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

46 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago