Realme: আর মিনিটে নয়, সেকেন্ডে চোখের পলকে চার্জ হচ্ছে ফোন, ভিডিয়ো ফাঁস হতেই হইচই

রিয়েলমি তাদের বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তিটি উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এটির ওপর থেকে পর্দা সরানো হবে। শোনা যাচ্ছে যে, এই চার্জিং সলিউশনটির গতি ৩০০ ওয়াটের চেয়েও বেশি হবে।

realme 300w fast charging technology video leaks

রিয়েলমি আগামী ১৪ আগস্ট লঞ্চ করতে চলেছেন তাদের অত্যাধুনিক চার্জিং প্রযুক্তিটি, যা কোম্পানির মতে ‘বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি’ হতে চলেছে। ব্র্যান্ডটি এখনও কোনও বিবরণ প্রকাশ করেনি, তবে শোনা যাচ্ছে যে এটি হবে রিয়েলমির ৩০০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট। লঞ্চের আগে, এক টিপস্টারের সৌজন্যে একটি ভিডিও সামনে এসেছে, যেটিতে রিয়েলমির ফাস্ট চার্জিং প্রযুক্তিটিকে কাজ করতে দেখা গেছে। এমনকি এটি বলা হচ্ছে যে, এই চার্জিং প্রযুক্তি ৩০০ ওয়াটের চেয়েও বেশি হতে পারে।

রিয়েলমির ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রকাশিত হয়েছে

টিপস্টার অনলিক্স এবং ৯১ মোবাইলসের শেয়ার করা ভিডিওতে রিয়েলমির ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে, যেখানে একটি ফোন চার্জ করার সময় দেখানোর জন্য তার পাশে একটি টাইমার প্লাগ করা হয়। এখানে দেখা যাচ্ছে যে ফোনটি মাত্র ৩৫ সেকেন্ডে শূন্য থেকে ১৭ শতাংশ চার্জ হয়ে যায়। ফোনের ব্যাটারির ক্ষমতা সম্পর্কে বিশদ তথ্য প্রকাশ করা হয়নি, এবং এটি সম্পূর্ণ চার্জ হতে কত সময় লাগবে তা নিশ্চিত করা হয়নি। তবে আল্ট্রা-ফাস্ট চার্জিং বিবেচনা করে এই ফলাফল অত্যন্ত চিত্তাকর্ষক হবে বলে আশা করা যায়।

শোনা যাচ্ছে যে, রিয়েলমি তাদের আসন্ন ইভেন্টে তাদের ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি উন্মোচন করবে। তবে, এটি নির্দেশ করে যে চার্জিং গতি ৩০০ ওয়াটের চেয়ে বেশি হতে পারে। এটি সত্য হতে পারে কারণ রিয়েলমি বিশ্বের দ্রুততম চার্জিং প্রযুক্তি উন্মোচন করার লক্ষ্যে রয়েছে এবং শাওমির সাব-ব্র্যান্ড, রেডমি ইতিমধ্যে গত বছর তাদের ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি উন্মোচন করেছে।

প্রসঙ্গত, রিয়েলমি স্মার্টফোনের জন্য আল্ট্রা-ফাস্ট চার্জিং প্রযুক্তি অফার করার জন্য যথেষ্ট সুপরিচিত। এটি ইতিমধ্যেই রিয়েলমি জিটি নিও ৫ স্মার্টফোনের সাথে এর ২৪০ ওয়াট দ্রুত চার্জিং প্রযুক্তি চালু করেছে। এটি ১০ মিনিটেরও কম সময়ে ফোনের ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ০ থেকে ১০০ শতাংশ চার্জ করবে বলে দাবি করা হয়েছে। ২৪০ ওয়াটের চার্জারটি ৮০ সেকেন্ডের মধ্যে ০ থেকে ২০ শতাংশ এবং চার মিনিটের মধ্যে ০ থেকে ৫০ শতাংশে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, রিয়েলমির বার্ষিক ৮২৮ ফ্যান ফেস্টিভ্যাল আগামী সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে তারা ফাস্ট চার্জিং প্রযুক্তি উন্মোচন করবে। তখন এটি সম্পর্কে আরও বিশদ তথ্য জানা যাবে এবং এটিও সামনে আসবে যে রিয়েলমি তাদের ভবিষ্যতের স্মার্টফোনগুলির সাথে ফাস্ট চার্জিং প্রযুক্তি অফার করার পরিকল্পনা করছে কিনা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন