Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই ডিভাইসটির কিছু বৈশিষ্ট্য ফাঁস হয়েছে।

Realme Gt 7 Pro New Leak Reveals Display Camera Charging Details

রিয়েলমি সম্প্রতি চীনে Realme 13 Pro সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। কয়েক সপ্তাহের মধ্যেই, ব্র্যান্ডটি হোম মার্কেটে কয়েকটি Realme 13 সিরিজের ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আগামী অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের মধ্যে এটি Realme GT 7 Pro ফোনের ওপর থেকে পর্দা সরাবে বলে আশা করা হচ্ছে, যা পরবর্তী প্রজন্মের Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট দ্বারা চালিত হবে। এক টিপস্টার ইতিমধ্যেই Realme GT 7 Pro সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করেছেন। আর আজ, একই টিপস্টার সোশ্যাল মিডিয়ায় ডিভাইসটির আরও কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছেন।

Realme GT 7 Pro ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবা (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্টে একটি ফোন সর্ম্পকে কিছু বিবরণ শেয়ার করেছেন। তার পোস্টে উল্লিখিত ইমোজি এবং স্পেসিফিকেশনগুলি দৃঢ়ভাবে ইঙ্গিত করে যে ডিসিএস রিয়েলমি জিটি 7 প্রো ফোনের কথা উল্লেখ করছেন, যদিও তিনি স্পষ্টভাবে এর নামটি জানাননি। পোস্টটি ইঙ্গিত করে যে, রিয়েলমি জিটি 7 প্রো হ্যান্ডসেটে সম্পূর্ণ নতুন বিওই এক্স2 স্ক্রিন থাকবে, যার চার দিকে মাইক্রো-কার্ভড প্রান্ত থাকা সত্ত্বেও ফ্ল্যাট দেখায়। জানিয়ে রাখি, গত বছরের ডিসেম্বরে আত্মপ্রকাশ করা রিয়েলমি জিটি 5 প্রো মডেলে বিওই এক্স1 স্ক্রিনটি ছিল। টিপস্টার এরসাথে যোগ করেছেন যে, স্ক্রিনের প্যারামিটারগুলি কাস্টমাইজ করা যেতে পারে এবং রিয়েলমি ডিসপ্লেটির বিজ্ঞাপন দেওয়ার জন্য একটি ভিন্ন ব্র্যান্ডিং ব্যবহার করতে পারে।

যদিও টিপস্টার উল্লেখ করেছেন যে, রিয়েলমি জিটি 7 প্রো মডেলের স্ক্রিনটি 1.5কে রেজোলিউশন সাপোর্ট করবে, তিনি স্ক্রিনের আকার প্রকাশ করেননি। তবে, বিওই এক্স2 সম্ভবত বিওই এক্স1-এর একটি উন্নত সংস্করণ হবে বিবেচনা করে রিয়েলমি জিটি 7 প্রো মডেলের স্ক্রিনের আকার 6.78 ইঞ্চি হতে পারে, রিয়েলমি জিটি 5 প্রো-এর মতো।

পারফরম্যান্সের জন্য, Realme GT 7 Pro তে Qualcomm Snapdragon 8 Gen 4 প্রসেসরটি থাকবে। মনে করা হচ্ছে যে ডিভাইসের টপ-এন্ড ভ্যারিয়েন্টে 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজ থাকবে। টিপস্টার সঠিক ব্যাটারির আকার প্রকাশ করেননি, তবে এটি উল্লেখ করেছেন যে এটি 100 ওয়াট চার্জিং সাপোর্ট সহ উচ্চ-ক্ষমতার সিলিকন ব্যাটারি অফার করবে। তিনি আগেই ইঙ্গিত দিয়েছেন যে, ডিভাইটিতে 6,000 এমএএইচ-এর বেশি ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। আসন্ন ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে কিনা, সে সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। কারণ ডিভাইসের বর্তমান ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে ওয়্যারলেস চার্জিং ফিচারটি অ্যাক্টিভ করা যায়না।

ফটোগ্রাফির জন্য, Realme GT 7 Pro ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে LYT-600 3X পেরিস্কোপ লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে, তবে এতে টেলিফটো ম্যাক্রো লেন্সের অভাব থাকতে পারে। একই উৎসের একটি আগের রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি 10x হাইব্রিড জুম এবং 120x ডিজিটাল জুম সাপোর্ট করবে। এটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা সেন্সর থাকতে পারে। Realme GT 7 Pro হ্যান্ডসেটে আইপি68/69-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস থাকবে। নিরাপত্তার জন্য, এতে একটি সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।