চোখের নিমেষে হবে চার্জ, Realme GT 7 Pro ফোনের চার্জিং ক্যাপাসিটি প্রকাশ্য করল 3C সার্টিফিকেশন সাইট

Realme GT 7 Pro ফোনে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে বলে কয়েকদিন আগে জানা গিয়েছিল। নভেম্বরের শুরুতে ডিভাইসটি বাজারে আসতে পারে।…

Realme Gt 7 Pro Spotted 3C Certification With 120W Charger 100W Charging Support

Realme GT 7 Pro ফোনে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে বলে কয়েকদিন আগে জানা গিয়েছিল। নভেম্বরের শুরুতে ডিভাইসটি বাজারে আসতে পারে। গত সেপ্টেম্বরে একে RMX5010 মডেল নম্বর সহ রেডিও সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গিয়েছিল। এখন আবার একই মডেল নম্বর সহ Realme GT 7 Pro চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হল। এখান থেকে জানা গেছে, এই স্মার্টফোনের সাথে ১২০ ওয়াট চার্জার পাওয়া যেতে পারে।

Realme GT 7 Pro পেল 3C সাইট থেকে অনুমোদন, ১২০ ওয়াট চার্জার সহ লঞ্চ হতে পারে

3C থেকে জানা গেছে, রিয়েলমি জিটি ৭ প্রো এর পাওয়ার অ্যাডাপ্টারের মডেল নম্বর থাকবে VCBOACH। আর এটি দুধরনের আউটপুট দেবে, যথা ৮০.৩ ওয়াট ( ১০ ওয়াট x ৭.৩ অ্যাম্পিয়ার) ও ১২১ ওয়াট (১০ ওয়াট x ১১ অ্যাম্পিয়ার)। তবে রিপোর্ট অনুযায়ী, এই ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাই মনে হচ্ছে হয়তো এই স্মার্টফোনের বক্সে ১২০ ওয়াট চার্জার থাকবে, তবে ডিভাইসে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

Realme Gt 7 Pro Spotted 3C Certification

Realme GT 7 Pro স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

জানা গেছে, রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে বিওই এক্স২ এলটিপিও ওএলইডি মাইক্রো কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬ কাস্টম ওএসে চলবে।

আবার Realme GT 7 Pro পাওয়ারফুল ৬,০০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি সহ আসবে। ফোনটির পিছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৬০০ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

এই ক্যামেরায় ৩এক্স অপটিক্যাল জুম, ১০এক্স হাইব্রিড জুম ও ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। Realme GT 7 Pro স্মার্টফোনে সিকিউরিটির জন্য আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এটি আইপি৬৯ রেটিং সহ আসবে

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন