গেমারদের প্রথম পছন্দ হবে Realme Narzo 70 Turbo 5G, থাকবে আকর্ষণীয় মোটরস্পোর্ট ডিজাইন

Realme শীঘ্রই Narzo সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ফোনের নাম Realme Narzo 70 Turbo 5G।...
SUMAN 27 Aug 2024 12:51 PM IST

Realme শীঘ্রই Narzo সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ফোনের নাম Realme Narzo 70 Turbo 5G। ইতিমধ্যেই এর লঞ্চের খবর সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে। এই ফোনে মোটরস্পোর্ট ডিজাইন দেখা যাবে। শুধু ডিজাইনই নয়, এই ডিভাইসে টার্বো টেকনোলজি থাকবে।

Realme Narzo 70 Turbo 5G পাতলা ফোন হবে। এটি 7.6মিমি পুরু হবে। আবার যারা দুর্দান্ত 5G কানেক্টিভিটি পেতে চান তাদের জন্য এটি আদর্শ হবে। আবার গেমাররা বাজেটের মধ্যে এই ডিভাইসটি নিশ্চিন্তে কিনতে পারেন।

Realme Narzo 70 Turbo 5G এর ফিচার (সম্ভাব্য)

91মোবাইলস-এর রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি নারজো 70 টার্বো 5জি এর মডেল নম্বর RMX5003। আর এই স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হবে। হ্যান্ডসেটটি চারটি র‌্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যেতে পারে - 6 জিবি + 128 জিবি, 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি।

এতে এফ/1.9 অ্যাপারচার এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) সাপোর্টসহ 12.6 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এই সেন্সরটি 4,096 x 3,072 পিক্সেল রেজোলিউশনের সাথে ফটো শ্যুট করতে পারবে। রিপোর্ট অনুযায়ী, এতে একটি 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হবে।

Show Full Article
Next Story