Redmi 14R 5G বাজেটের মধ্যে লঞ্চ হল, 5160mAh ব্যাটারি সহ আছে স্ন্যাপড্রাগন প্রসেসর

Xiaomi আজ চীনে তাদের রেডমি সাব ব্র্যান্ডের অধীনে Redmi 14R 5G লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ১৩ হাজার টাকার কাছাকাছি। ফিচারের কথা বললে, এতে…

Redmi 14R 5G Launched With 5160Mah Battery Snapdragon 4 Gen 2 Soc Price Specifications

Xiaomi আজ চীনে তাদের রেডমি সাব ব্র্যান্ডের অধীনে Redmi 14R 5G লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ১৩ হাজার টাকার কাছাকাছি। ফিচারের কথা বললে, এতে এইচডি প্লাস ডিসপ্লে সহ আছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। আবার এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন Redmi 14R 5G ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi 14R 5G এর দাম

রেডমি ১৪আর ৫জি এর দাম রাখা হয়েছে ১০৯৯ ইউয়ান, যা প্রায় ভারতীয় মূল্যে ১৩,০১০ টাকার সমান। এটি লেদার (গ্রিন), গ্লাস (ব্ল্যাক ও পার্পেল) ও প্ল্যাস্টিক (ব্লু) কালারে পাওয়া যাবে। আপাতত এটি চীনে লঞ্চ হয়েছে। যদিও রেডমি ১৪আর ৫জি ভারত সহ অন্যান্য দেশে কবে আসবে তা এখনও জানা যায়নি।

Redmi 14R 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ১৪আর ৫জি এর সামনে দেখা যাবে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, যা ১৬৪০ x ৭২০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আর পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে বক্সে ১০ ওয়াট চার্জার রয়েছে।

Redmi 14R 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে। এর পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ এই ক্যামেরা দিয়ে সাধারণ মানের ছবি তুলতে পারবেন। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ৩.৫মিমি হেডফোন জ্যাক।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন