Redmi Watch 5 Lite ভারতে দীর্ঘ ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল, অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে রয়েছে GPS

আজ ভারতে লঞ্চ হল Redmi Watch 5 Lite স্মার্টওয়াচ। এর দাম রাখা হয়েছে ৪,০০০ টাকার কম। রেডমির এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার ও বড় অ্যামোলেড…

Redmi Watch 5 Lite Launched In India With Gps Amoled Display 5Atm Price Features

আজ ভারতে লঞ্চ হল Redmi Watch 5 Lite স্মার্টওয়াচ। এর দাম রাখা হয়েছে ৪,০০০ টাকার কম। রেডমির এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার ও বড় অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথে আছে ১৫০-র বেশি স্পোর্টস মোড ও নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট। আবার Redmi Watch 5 Lite স্মার্টওয়াচে পাওয়া যাবে মেটালিক ডিজাইন সহ 5ATM জল প্রতিরোধী রেটিং, যা ৫০ মিটার পর্যন্ত জলের মধ্যেও একে দিব্যি সচল রাখবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi Watch 5 Lite এর দাম

রেডমি ওয়াচ ৫ লাইট এর ভারতে দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। তবে অফারে এটি ৩,৪৯৯ টাকায় বিক্রি হবে।স্মার্টওয়াচটি ব্ল্যাক ও লাইট গোল্ড কালার অপশনে এসেছে। Mi.com সহ শাওমি স্টোর থেকে এটি কেনা যাবে।

Redmi Watch 5 Lite ফিচার ও স্পেসিফিকেশন

Redmi Watch 5 Lite স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ১.৯৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৬০০ নিটস। এতে ২০০+ ওয়াচ ফেস সাপোর্ট করবে। এতে ৫০টিরও বেশি উইজেট কাস্টমাইজেশন অপশন দেওয়া হয়েছে। আর এই ওয়াচে নাইট মোড, ডিএনডি মোড, থিয়েটার মোড, ওয়াটার ক্লিনিং মোড, ফাইন্ড ইওর ফোন, ফ্ল্যাশলাইট, শাটার, ক্যামেরা, ইভেন্টস, অ্যালার্ম, স্টপওয়াচ এবং টাইমার ইত্যাদি ফিচার রয়েছে।

Redmi Watch 5 Lite স্মার্টওয়াচে হার্ট রেট সেন্সর ছাড়াও ব্লাড অক্সিজেন মনিটর, অ্যাকসেলেরোমিটার এবং জাইরোস্কোপ পাওয়া যাবে। আবার এর মাধ্যমে স্লিপ ট্র্যাক করা যাবে। ব্লুটুথ কলিং সাপোর্ট সহ আসায় এর মাধ্যমে কল করা যাবে। এই স্মার্টওয়াচে ৪৭০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলে শাওমি দাবি করেছে। তবে বেশী ব্যবহারে স্মার্ট ঘড়িটি ১২ দিন পর্যন্ত চলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন