গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে Amazon Great Indian Festival Sale। এই সেলে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সের উপর ছাড় পাওয়া যাচ্ছে। আপনি এসি, ওয়াশিং মেশিন, ফ্রিজ বা রেফ্রিজারেটর ফ্লাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার সহ কিনতে পারবেন। অ্যামাজন সেলে ৪০ শতাংশ ছাড়ে LG, Samsung, Whirlpool, Godrej এর ফ্রিজ কেনার সুযোগ রয়েছে।
Amazon Great Indian Festival সেল থেকে সস্তায় কিনুন ব্র্যান্ডেড ফ্রিজ
Whirlpool এর 184 L ফ্রিজ কিনুন মাত্র ১২,৯৭০ টাকায়
এটি ওয়ার্লপুল এর ১৮৪ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর। এটি কম বিদ্যুৎ ব্যবহার করে ফলে বিদ্যুৎতের বিল কমাতে সাহায্য করে। এর ডিজাইন বেশ আকর্ষণীয়। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে জাম্বো স্টোরেজ, ফাস্ট চিল, স্ট্যাবিলাইজার-মুক্ত অপারেশন ইত্যাদি।
LG ফ্রিজ কিনুন ২২ শতাংশ ডিসকাউন্টে: দাম ১৬,৯৯০ টাকা
এলজির নতুন ১৮৫ লিটার সিঙ্গেল রেফ্রিজারেটর এই সেল থেকে সস্তায় কেনা যাবে। ৫ স্টার ইনভার্টার সহ আসা এই ফ্রিজটি শুধু বিদ্যুৎ সাশ্রয়ই করবে এবং আপনার খাবারকে দীর্ঘক্ষণ সতেজ রাখবে। এর সাথে ১০ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।
Samsung Refrigerator কিনুন ৩৭ শতাংশ ছাড়ে: দাম ৩৩,৪৯০ টাকা
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে স্যামসাংয়ের ৩০১ লিটার কনভার্টেবল ৫-ইন-১ ডাবল ডোর রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে অনেক কম দামে। অনেক স্মার্ট ফিচার সহ আসা এই ফ্রিজে পাবেন ৩৭ শতাংশ ছাড়। এর সাথে ২০ বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে।
Godrej এর ফ্রিজের উপর ৩৭ শতাংশ ছাড়: দাম ৪২৯৯০ টাকা
গোদরেজের ৪৩৬ লিটার ডাবল ডোর রেফ্রিজারেটরে আছে ন্যানো শিল্ড প্রযুক্তি, যা আপনার খাবারকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে এবং এর ফ্রস্ট ফ্রি ফিচার সবসময় সতেজ রাখবে।