Smart Ring: বিশ্বের প্রথম ডিসপ্লে সহ স্মার্ট রিং লঞ্চ হল, ফুল চার্জে 20 দিন পর্যন্ত চলবে, দাম কত

Rogabid SR088 Ultra স্মার্ট রিং বিভিন্ন সাইজে এসেছে - 7, 8, 9, 10, 11 এবং 12, যা স্ট্যান্ডার্ড মার্কিন রিং সাইজ। Rogbid SR08 Ultra Smart Ring Price 89.99 ডলার (প্রায় 7,600 টাকা)।

Suman Patra 17 Dec 2024 11:43 AM IST

ইতিমধ্যে একাধিক ব্র্যান্ড স্মার্ট রিং বাজারে আনলেও Rogbid পরে এসেও সবার উপরে উঠে এল। ব্র্যান্ডটি গ্লোবাল মার্কেটে Rogbid SR08 Ultra নামে একটি নতুন স্মার্ট রিং লঞ্চ করেছে। আর এটি ডিসপ্লেসহ বিশ্বের প্রথম স্মার্ট রিং। এর ডিসপ্লে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখাবে। এই স্মার্ট রিং বিভিন্ন সাইজেও কিনতে পাওয়া যাবে। এটি চার্জিং কেসের মাধ্যমে মোট 20 দিনের ব্যাটারি লাইফ অফার করবে।

Rogbid SR08 Ultra স্মার্ট রিং এর ফিচার

Rogabid SR088 Ultra মডেলে টাইটানিয়াম অ্যালয় কেস রয়েছে এবং এটি বেশ মজবুত। এটি 5ATM ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে, যার অর্থ এটি 50 মিটার গভীর জলে ডুবে থাকলেও নষ্ট হবে না। রিংটির ওজন মাত্র 4 গ্রাম।

এতে রয়েছে টাচ সেনসিটিভ ওএলইডি ডিসপ্লে

এটি বিশ্বের প্রথম স্মার্ট রিং, যেখানে ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে টাচ সেনসিটিভ ইন্টারফেস সহ ইনবিল্ট ওএলইডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে ট্যাপ করলে টাইম, স্টেপ কাউন্ট, হার্ট রেট, ব্লাড-অক্সিজেন এবং স্লিপ ট্র্যাকিং সম্পর্কে জানা যাবে। এটি স্টেপ কাউন্ট, অ্যাক্টিভিটি টাইম, হাঁটার দূরত্ব, ক্যালোরি বার্ন এবং ওয়ার্কআউট ডেটা সহ প্রচুর অ্যাক্টিভিটি ট্র্যাক করে।

জিপিএস ট্র্যাকিং সহ আসা রিংটি 3 থেকে 5 দিন‌ পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে, তবে কেস ব্যবহার করলে 20 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

দাম, সাইজ এবং কালার

Rogabid SR088 Ultra স্মার্ট রিং বিভিন্ন সাইজে এসেছে - 7, 8, 9, 10, 11 এবং 12, যা স্ট্যান্ডার্ড মার্কিন রিং সাইজ। এটির দাম 89.99 ডলার (প্রায় 7,600 টাকা)। এটি গোল্ডেন, সিলভার এবং ব্ল্যাক কালারে কেনা যাবে।

Show Full Article
Next Story