Samsung Galaxy F05 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে স্মার্টফোনটি। আশা করা হচ্ছে এটি Galaxy M05 এর সাথে লঞ্চ হবে। আসন্ন Samsung Galaxy F05 ডিভাইসটি Galaxy F04 এর উত্তরসূরি হবে। সংস্থার তরফে এখনও এর বিষয়ে মুখ না খোলা হলেও, ফোনটির ছবি সহ বিভিন্ন তথ্য পেয়েছে 91মোবাইলস।
Samsung Galaxy F05 ফার্স্ট লুক প্রকাশ্যে এল
ফাঁস হওয়া ছবি অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এফ05 মডেলে কিছুটা নতুন ডিজাইন দেখা যাবে। এর সামনের দিকে আগের মতোই নচ থাকবে, যা স্যামসাংয়ের ভাষায় ইউ শেপড বা ইনফিনিটি-ইউ। আবার গ্যালাক্সি এফ05 এর পিছনে লেদার ব্যাক প্যানেল দেখা যাবে, যেখানে আগের মডেলে প্লাস্টিকের ব্যাক প্যানেল ছিল। উল্লেখ্য, লেদার ব্যাক প্যানেল শুধু ফোনটিকে প্রিমিয়াম লুকই দেবে না বরং একে ভালোভাবে ধরতেও সাহায্য করবে।
এদিকে Samsung Galaxy F05 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সেন্সরগুলি আগের মতোই উপরের দিকে-বাম কোণে থাকবে। এর পাশে একটি এলইডি ফ্ল্যাশও দেখা যাবে। একই সঙ্গে ফোনের ডান পাশে দেওয়া হবে পাওয়ার বাটন ও ভলিউম। Galaxy F05 নীল সহ আরও দুটি রঙে পাওয়া যাবে।
Samsung Galaxy F04 এর দাম ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এফ04 ছিল এন্ট্রি-লেভেল ফোন যার দাম 7,499 টাকা। এতে এইচডি + ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট, 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5,000 এমএএইচ ব্যাটারি আছে। আবার এতে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ থাকবে। আশা করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এফ05 মডেলটিও বাজেট সেগমেন্টে আসবে।