Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে একটি ওয়্যারেবল গ্যাজেট লঞ্চ করেছে। এই কমপ্যাক্ট ডিভাইসটি আঙুলে আংটির…

samsung galaxy ring can not be repaired keep this things in mind before buy

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে একটি ওয়্যারেবল গ্যাজেট লঞ্চ করেছে। এই কমপ্যাক্ট ডিভাইসটি আঙুলে আংটির মতো পরা যাবে এবং এটি স্বাস্থ্যের রাখবে। তবে এই স্মার্ট রিং কেনার আগে একটি বিষয় মাথায় রাখা খুব জরুরি। আসলে নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই প্রিমিয়াম ওয়্যারেবল গ্যাজেটটি ক্ষতিগ্রস্ত হলে বা এর ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে তা আর ঠিক করা যাবে না।

iFixit জানিয়েছে, Samsung Galaxy Ring মেরামত করা যাবে না। এর একটি বড় কারণ আংটিতে উপস্থিত লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি একবার ডেড হয়ে গেলে ডিভাইসের সম্পূর্ণ ক্ষতি না করে এটি পরিবর্তন করা যায় না। এটা স্পষ্ট যে রিং মধ্যে ব্যাটারি পরিবর্তন করা যাবে না।

এদিকে রিপোর্টে স্মার্ট রিংয়ের একটি কম্পিউটার টমোগ্রাফি (সিটি) স্ক্যানও শেয়ার করা হয়েছে, যা আরও একটি বড় সমস্যার কথা সামনে এনেছে। স্মার্ট রিংটির অভ্যন্তরে ইপোক্সি রজনের একটি আবরণ রয়েছে, তারপরে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং অন্যান্য সার্কিটরি রয়েছে। সমস্যাটি হল সার্কিট বোর্ডটি একটি প্রেস সংযোগকারীর সাহায্যে ব্যাটারির সাথে সংযুক্ত থাকে।

প্রেস সংযোগকারী একটি সোল্ডার-মুক্ত সমাধান যার মাধ্যমে প্রিন্টেড সার্কিট বোর্ডগুলি (পিসিবি) ব্যাটারি এবং ইন্ডাকটিভ কোইসের সাথে সংযুক্ত থাকে। এটি ব্যবহার করা হয় যখন অনেক উপাদান খুব ছোট জায়গায় সংযুক্ত করতে হয়। এর সমস্যা হলো ব্যাটারি ও সার্কিট বোর্ড এমনভাবে কানেক্টেড থাকে যাতে আলাদা করা যায় না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন