Samsung এর এই পুরানো ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এল সার্কেল টু সার্চ ফিচার

স্যামসাং তাদের পুরনো একটি ফোনের জন্য সার্কেল টু সার্চ ফিচার রোল আউট করল। এই ফোনের নাম Samsung Galaxy S21 FE। উল্লেখ্য,...
techgup 22 Aug 2024 5:13 PM IST

স্যামসাং তাদের পুরনো একটি ফোনের জন্য সার্কেল টু সার্চ ফিচার রোল আউট করল। এই ফোনের নাম Samsung Galaxy S21 FE। উল্লেখ্য, যে সার্কেল টু সার্চ ফিচার হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক সার্চ ফিচার। জানুয়ারিতে আনপ্যাকড ইভেন্টে Galaxy S24 সিরিজের সঙ্গে এই ফিচারটি লঞ্চ করেছিল Samsung। তবে শুধু স্যামসাং স্মার্টফোনেই নয়, এখন গুগলের পিক্সেল ফোনেও এসেছে এই ফিচার।

Samsung Galaxy S21 FE ফোনে এল সার্কেল টু সার্চ ফিচার

স্যামমোবাইলের রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস 21 সিরিজের জন্য অ্যান্ড্রয়েডের আগস্ট 2024 সিকিউরিটি আপডেট রোল আউট করেছে, যা 50টি বাগ ঘটিত সমস্যা ঠিক করবে। আর এই আপডেটের সাথে প্রতীক্ষিত এআই চালিত ফিচারটিও এসেছে। নতুন আপডেটটি ইনস্টল করার পরে, সার্কেল টু সার্চ ফিচার স্যামসাং গ্যালাক্সি এস21 এফই ফোনে পাওয়া যাবে।

সার্কেল টু সার্চ ফিচার কীভাবে কাজ করে

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু একটি বৃত্ত করে যেকোনো টেক্সট বা ছবি সম্পর্কে জানাতে চাইতে পারেন। এটি হোম বাটন বা নেভিগেশন পিল চেপে এনাবল করতে হয়। এরপর ব্যবহারকারীরা স্ক্রিনে কোনও ছবি, বস্তু বা টেক্সটের চারপাশে বৃত্ত করে, সেটি সম্পর্কে জানতে পারেন।

এই স্যামসাং ফোনেও আসবে সার্কেল টু সার্চ ফিচার

সার্কেল টু সার্চ ফিচার প্রথম পাওয়া গিয়েছিল Samsung Galaxy S24 সিরিজের ফোনে। এরপর স্যামসাং সম্প্রতি ঘোষণা করে যে তারা আগস্টে স্যামসাং গ্যালাক্সি এ55, গ্যালাক্সি এ54, গ্যালাক্সি এ35 এবং গ্যালাক্সি এ34 সহ বেশকিছু এ-সিরিজের স্মার্টফোনে এই ফিচার পৌঁছে দেবে। তবে এটি কোনো সফটওয়্যার আপডেটের মাধ্যমে আসবে নাকি সার্ভার-সাইড সুইচ হবে তা স্পষ্ট নয়।

এই ডিভাইসগুলিতে উপস্থিত সার্কেল টু সার্চ ফিচার

ইতিমধ্যেই যেসব ফোনে টু সার্চ ফিচার চলে এসেছে, তাদের নাম দেখুন - স্যামসাং গ্যালাক্সি এস24, স্যামসাং গ্যালাক্সি এস24 প্লাস এবং এস24 আল্ট্রা

  • স্যামসাং গ্যালাক্সি এস23, এস23 প্লাস, স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা, এস23 এফই
  • স্যামসাং গ্যালাক্সি এস22, গ্যালাক্সি এস22 প্লাস, গ্যালাক্সি এস22 আল্ট্রা
  • স্যামসাং গ্যালাক্সি এস21, গ্যালাক্সি এস21 প্লাস, গ্যালাক্সি এস21 আল্ট্রা
  • স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 এবং জেড ফ্লিপ 6
  • স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 5 এবং জেড ফ্লিপ 5
  • স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 এবং জেড ফ্লিপ 4
  • স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 3 এবং জেড ফ্লিপ 3
  • স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস 9, এস 9 প্লাস এবং এস 9 আল্ট্রা
  • গুগল পিক্সেল 8 এবং পিক্সেল 8 প্রো
  • গুগল পিক্সেল 7 এবং পিক্সেল 7 প্রো
  • গুগল পিক্সেল 6 এবং পিক্সেল 6 প্রো
  • গুগল পিক্সেল 6এ এবং 7এ
  • গুগল পিক্সেল ফোল্ড
  • গুগল পিক্সেল ট্যাবলেট

Show Full Article
Next Story