Samsung Galaxy S24 Ultra ফোনে আছে এই ইউনিক ক্যামেরা ফিচার, যা অন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পাবেন না

সোশ্যাল মিডিয়ার যুগে স্মরণীয় মুহূর্তগুলি ক্যাপচার করে রাখার জন্য একটি নির্ভরযোগ্য ক্যামেরা থাকা অপরিহার্য। আর Samsung Galaxy S24 Ultra হলো এমনই একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যার…

Samsung Galaxy S24 Ultra Brings These Camera Features For Best Flagship Camera Smartphone

সোশ্যাল মিডিয়ার যুগে স্মরণীয় মুহূর্তগুলি ক্যাপচার করে রাখার জন্য একটি নির্ভরযোগ্য ক্যামেরা থাকা অপরিহার্য। আর Samsung Galaxy S24 Ultra হলো এমনই একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যার সাথে আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অভিজ্ঞতা আরো উন্নত হয়ে উঠবে। এই প্রতিবেদনে আমরা এই ডিভাইসটির ক্যামেরার কার্যকারিতা সম্পর্কে বিশদে আলোচনা করতে চলেছি। তাই আপনি যদি উন্নত ক্যামেরা ফিচার সম্পন্ন কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনের খোঁজ করে থাকেন, তাহলে দেখে নিতে পারেন এই প্রতিবেদনটি।

Samsung Galaxy S24 Ultra ফোনে আছে আপগ্রেডেড ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ডিভাইসের প্রাইমারি, আল্ট্রা ওয়াইড এবং ৩এক্স টেলিফটো লেন্স আগের মডেলের মতোই। তবে নতুন প্রো ভিজ্যুয়াল এআই ইঞ্জিন ছবির গুণমান এবং লো লাইট পারফরম্যান্স বাড়িয়ে তোলে, বিশেষ করে ৫০ মেগাপিক্সেল ৫এক্স টেলিফটো ক্যামেরার। এই ক্যামেরায় বড় পিক্সেল এবং আরো ভালো ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার যুক্ত। এছাড়াও, এখন গ্যালাক্সি ক্যামেরা অ্যাপে সুইচ না করেই ইনস্টাগ্রামের মতোন থার্ড পার্টি অ্যাপগুলি এইচডিআর ক্যাপচার করতে পারে।

জুম এবং প্রসেসিং

স্যামসাং “কোয়াড অপটিক্যাল জুম ” লঞ্চ করেছে, যা ২এক্স, ৩এক্স, ৫এক্স এবং ১০এক্স হাই কোয়ালিটি অপটিক্যাল জুম প্রদান করে। এই এআই প্রসেস করা পিক্সেলগুলি প্রত্যেকটি জুম লেবেলে চিত্রের গুণমান বজায় রাখতে এবং সুপার রেজোলিউশন কৌশল ব্যবহার করে ১০০ এক্স পর্যন্ত জুম করতে সাহায্য করে।

এআই ফিচার

এই ডিভাইসের ক্যামেরা সিস্টেমে এআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ছবিকে উন্নত করতে এবং রিফ্লেকশন দূর করতে সাহায্য করে। জেনারেটিভ এডিট ফিচার ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় বস্তু সরানো এবং অনুপস্থিত ছবিগুলি পূরণ করতে সাহায্য করে। এর মেটাডাটা এডিট ফটো অথেনটিসিটি বজায় রাখে। এছাড়াও, এআই স্লো-মোশন এফেক্ট-এর জন্য অতিরিক্ত ফ্রেম তৈরি করে ভিডিওকে আরো উন্নত করে তোলে।

শট টু-শট গতি

স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আলট্রা শট টু-শট শাটার স্পিড ৩০ শতাংশ উন্নত করে এবং দ্রুত ফটো ক্যাপচার করতে সক্ষম করে। এই ফিচারটি ব্যবহারকারীদের দেরি না করে দ্রুত একাধিক পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে।

ডুয়েল রেকর্ডিং

ফোনটির ডুয়েল রেকর্ডিং ফিচার সামনের এবং পিছনের ক্যামেরাগুলিকে একসাথে ব্যবহার করতে সক্ষম করে তোলে। আলট্রা এইচডি কোয়ালিটি ব্যবহার করে দুটি রিয়ার ক্যামেরাকে একসাথে ব্যবহার করার জন্যই এই ফিচারটি আপগ্রেড করা হয়েছে।

এনডি ফিল্টার

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে ১০টি বিল্ড-ইন এনডি ফিল্টার রয়েছে, যা আলো এবং এক্সপোজারের উপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রদান করে। এছাড়াও, এই ফিল্টারগুলি আতশবাজি ও জলপ্রপাতের পরিষ্কার চিত্র ক্যাপচার করতেও সক্ষম।

মোশন ফটো

এই ডিভাইসটির ক্যামেরা যেকোনো আন্দোলিত দৃশ্যের ছোট্ট অংশ ক্যাপচার করে সেটিকে একটি সিঙ্গেল ছবিতে কম্পাইল করতে সক্ষম। এটি ৩ সেকেন্ড পর্যন্ত গতি রেকর্ড করে এবং এআই আপস্কেলিং সহ ছবিটিকে এইচডিআর-এ উপস্থাপন করে। জানিয়ে রাখি, ব্যবহারকারীরা পৃথকভাবে সংরক্ষণ করতে মোশন ফটো থেকে ফ্রেম নির্বাচন করতে পারেন। আবার, এক্স অ্যাপ ব্যবহার করে দীর্ঘ এক্সপোজার সহ ছবিও তৈরি করতে পারেন।