- Home
- »
- প্রযুক্তি »
- সরকারের রেড অ্যালার্ট, বিপদে লক্ষ লক্ষ...
সরকারের রেড অ্যালার্ট, বিপদে লক্ষ লক্ষ iPhone, iPad সহ Apple এর বিভিন্ন প্রোডাক্ট
ভারত সরকারের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) মাঝেমধ্যেই আমাদের ব্যবহৃত প্রোডাক্টে সিকিউরিটি সংক্রান্ত সমস্যা...ভারত সরকারের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) মাঝেমধ্যেই আমাদের ব্যবহৃত প্রোডাক্টে সিকিউরিটি সংক্রান্ত সমস্যা থাকলে সতর্ক করে। পাশাপাশি তারা সমস্যার সমাধানও বলে দেয়। সম্প্রতি তারা অ্যাপলের বিভিন্ন প্রোডাক্ট যেমন iPhone, iPad, MacBook-র অপারেটিং সিস্টেমে সমস্যা খুঁজে পেয়েছে। জানা গেছে iOS, macOS ও iPadOS সহ অ্যাপলের অন্যান্য সফটওয়্যার ভার্সনে অনেক সমস্যা রয়েছে।
এই সমস্যাগুলির কারণে হ্যাকাররা দূরে বসেই ডিভাইসের অ্যাক্সেস নিতে পারবে এবং দূষিত কোড ডিভাইসে ঢুকিয়ে দিতে পারবে বলে জানিয়েছে CERT-In। এই সমস্যা iOS 18, iPadOS 17.7, macOS 14.7 সহ এদের আগের ভার্সনগুলিতে উপস্থিত বলে দাবি করা হয়েছে।
CERT-In এর তরফে Apple প্রোডাক্ট ব্যবহারকারীদের কী বলে সতর্ক করা হয়েছে
ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সিটি জানিয়েছে, অ্যাপল প্রোডাক্টে বেশ কয়েকটি সিকিউরিটির সমস্যা লক্ষ্য করা গেছে, যা হ্যাকারদের গোপন তথ্য ব্যবহার করতে, ইচ্ছামত দূষিত কোড ডিভাইসে ঢুকিয়ে দিতে, সিকিউরিটি লেয়ার নষ্ট করতে সাহায্য করে।
নিরাপদ থাকার জন্য অবিলম্বে এই কাজ করুন
Apple এর iPhone, iPad, MacBook সহ অন্যান্য প্রোডাক্ট ব্যবহারকারীদের ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দিয়েছে সিইআরটি-ইন। জানিয়ে রাখি অ্যাপল সম্প্রতি আইপ্যাডএস ১৮ ও অন্যান্য সফ্টওয়্যার ভার্সনের সাথে আইফোনের জন্য আইওএস ১৮ রিলিজ করেছে।