জিপিএস সাপোর্ট সহ লঞ্চ হল Amazfit GTR Mini স্মার্টওয়াচ, ফুল চার্জে চলবে ২০ দিন

যদি আপনি প্রিমিয়াম ফিচার সহ একটি কম্প্যাক্ট স্মার্টওয়াচের খোঁজে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। কারণ Amazfit আজ নিয়ে...
techgup 15 March 2023 7:49 PM IST

যদি আপনি প্রিমিয়াম ফিচার সহ একটি কম্প্যাক্ট স্মার্টওয়াচের খোঁজে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। কারণ Amazfit আজ নিয়ে আসলো একটি নতুন স্মার্টওয়াচ, যার নাম Amazfit GTR Mini। ১.২৮ ইঞ্চি গোলাকৃতি ডিসপ্লে সহ আসা নতুন এই স্মার্ট ঘড়িতে পাওয়া যাবে জিপিএস, হেলথ মনিটারিং ফিচার এবং একাধিক স্পোর্টস মোড। আবার একবার চার্জে ঘড়িটি ২০ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit GTR Mini স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amazfit GTR Mini স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

বর্তমানে অ্যামেজফিট জিটিআর মিনি স্মার্টওয়াচ ইউকে, ইউএস এবং ইউরোপের বাজারে উপলব্ধ। আমেরিকা যুক্তরাষ্ট্রীয় বাজারে এর দাম ধার্য করা হয়েছে ১১৯.৯৯ ডলার ( প্রায় ৯,৯০৩ টাকা)। পাশাপাশি ইউকে এবং ইউরোপীয় বাজারে ঘড়িটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১২৯ পাউন্ড (প্রায় ১২,৯৪০ টাকা) এবং ১৩৯.৯০ উইরো (প্রায় ১১,৪৯৪ টাকা)। এটি সিলভার বডির সাথে মিডনাইট ব্ল্যাক এবং ওশান ব্লু স্ট্র্যাপ অপশনে এবং রোজ গোল্ড ফ্রেমের সাথে মিস্টি পিঙ্ক স্ট্র্যাপে পাওয়া যাচ্ছে।

Amazfit GTR Mini স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলা হয়েছে নতুন অ্যামেজফিট জিটিআর মিনি স্মার্টওয়াচ গোলাকৃতির ডায়াল সহ এসেছে। এতে দেওয়া হয়েছে ১.২৮ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে। আর এর ওপর রয়েছে কার্ভড গ্লাসের আচ্ছাদন। এর স্টেইনলেস স্টিল ফ্রেম ৯.২৫ মিলিমিটার পুরু এবং সম্পূর্ণ ঘড়িটির ওজন ২৪.৬ গ্রাম। তাই ওয়্যারেবলটি সারাদিন স্বাচ্ছন্দের সাথে হাতে পরে থাকা যাবে।

অন্যদিকে স্মার্টওয়াচটিতে জিপিএস টেকনোলজি উপলব্ধ। যা এর স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আরো দু গুণ বেশি সিগন্যাল সাপোর্ট করবে। তাছাড়া এতে মিলবে ১২০টি স্পোর্টস মোডের সুবিধা। আবার এর হেলথ ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর ইত্যাদি। উপরন্তু ঘড়িটি ব্যবহারকারীর স্লিপ প্যাটার্ন এবং স্ট্রেস লেভেল ট্র্যাক করতে পারবে। সেই সঙ্গে ইউজার ঘড়িটিতে জেট অ্যাপ ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে পারবেন।

এবার আসা যাক Amazfit GTR Mini স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ২৮০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি, যা একবার চার্জে ১৪ দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং পাওয়ার সেভার মোডে ২০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

Show Full Article
Next Story