- Home
- »
- স্মার্টওয়াচ »
- Apple Watch: ভিতরে ভিতরে রক্ত জমাট...
Apple Watch: ভিতরে ভিতরে রক্ত জমাট বাঁধছিল, মৃত্যুর মুখ থেকে মহিলাকে বাঁচালো অ্যাপল ওয়াচ
Apple Watch আবারও প্রমাণ করে দিল যে, এটি একটি সাধারণ স্মার্টওয়াচের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্যাজেট। এর আগেও এই...Apple Watch আবারও প্রমাণ করে দিল যে, এটি একটি সাধারণ স্মার্টওয়াচের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্যাজেট। এর আগেও এই স্মার্ট ডিভাইসটি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে। এখন আবার Apple Watch সিনসিনাটির বাসিন্দা কিমি ওয়াটকিন্স নামের এক ২৯ বছরের মহিলার ফুসফুসে বিপজ্জনক ব্লাড ক্লট শনাক্ত করে তার জীবন বাঁচিয়েছে।
কিমি ওয়াটকিনস জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হবার আগের দিন তিনি খুব একটা সুস্থ ছিলেন না। সেই দিন তার হালকা মাথাব্যথা, মাথা ঘোরা এবং শ্বাসকষ্টের মত সমস্যা হচ্ছিল। আর তিনি ভেবেছিলেন পরিমাণে কম খাবার খাওয়ার জন্য তার এই উপসর্গগুলি দেখা দিচ্ছে। তাই তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন সেই জন্য ঘুমানোর চেষ্টা করেন। তবে প্রায় দেড় ঘন্টা পর তার ঘুম ভাঙে। ওই মহিলার হৃদস্পন্দন হঠাৎই খুব বেড়ে যায় এবং ১০ মিনিটেও তা স্বাভাবিক না হওয়ায় Apple Watch তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে।
জানা যায়, সেই সময় ওয়াটকিনসের হৃদস্পন্দনের গতি ছিল প্রতি মিনিটে ১৭৮ বিট। শুধুমাত্র ক্রীড়াবিদরা যখন তাদের সর্বোচ্চ পারফরম্যান্সে অর্জন করে তখন তাদের হার্ট রেট এতটা বৃদ্ধি পেতে দেখা যায়। এরপর হাসপাতালে যাবার পর ডাক্তার বলেন, ওয়াটকিনস স্যাডল পালমোনারি এমবোলিজম নামে একটি গুরুতর রোগে আক্রান্ত। সিনসিনাটি কলেজ অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজিস্ট ডাঃ বেকার জানান, এরকম অবস্থায় মাত্র ৫০ শতাংশ মানুষ বেঁচে থাকতে পারেন।
ডাক্তার বেকার বিষয়টি সম্পর্কে আরও বিশদে ব্যাখ্যা করে বলেন, স্যাডল পালমোনারি এম্বোলিজম হল সবচেয়ে গুরুতর এবং প্রাণঘাতী ব্লাড ক্লটের একটি ধরণ। কারণ এটি ডান এবং বাম ফুসফুসের উভয় রক্তনালীকে আটকে রাখে।
আর অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (Afib) তখনই দেখা দেয় যখন একজন ব্যক্তি অনিয়মিত হৃদস্পন্দন অনুভব করেন, যার ফলে স্ট্রোক, রক্ত জমাট বাঁধা এবং হৃদযন্ত্র বিকল মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। বর্তমানে এমন অনেক লোক আছেন যারা জানেন না যে, তাদের অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন আছে, তাই তারা চিকিৎসাও করান না। তবে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (Afib) শনাক্ত করতে অনিয়মিত হার্ট রেট এবং ইসিজি পরীক্ষা করতে পারেন। ওয়াটকিনস বলেছেন তিনি ভাগ্যবান কারণ তিনি একজন অ্যাপল ওয়াচ ব্যবহারকারী। আর তিনি মনে করেন ভবিষ্যতে অনেকেই তার এই ঘটনাটি শুনে Apple Watch ব্যবহার করার জন্য উৎসাহিতও হবে ।