- Home
- »
- স্মার্টওয়াচ »
- হোটেলে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, মহিলার...
হোটেলে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, মহিলার জীবন বাঁচালো Apple Watch এর এই প্রযুক্তি
অ্যাপল ওয়াচ (Apple Watch) বিভিন্ন সময়ে, বিশ্বের বিভিন্ন প্রান্তে কীভাবে মানুষের প্রাণ বাঁচিয়েছে, তা মাঝেমাঝেই নানা...অ্যাপল ওয়াচ (Apple Watch) বিভিন্ন সময়ে, বিশ্বের বিভিন্ন প্রান্তে কীভাবে মানুষের প্রাণ বাঁচিয়েছে, তা মাঝেমাঝেই নানা প্রতিবেদন থেকে সামনে আসে। সম্প্রতি এক মহিলাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে অ্যাপল ওয়াচ ফের খবরের শিরোনামে এল। আসলে অ্যাপলের এই স্মার্টওয়াচটি স্বাস্থ্য সমস্যাগুলি খুব তাড়াতাড়ি শনাক্ত করতে সাহায্য করে, যা একাধিক বার অনেক মানুষের ক্ষেত্রেই জীবনদায়ী হিসেবে প্রমাণিতও হয়েছে। এই মহিলার ক্ষেত্রেও Apple Watch 'ফল ডিটেকশন' বৈশিষ্ট্যটি ব্যবহার করে তড়িঘড়ি জরুরি পরিষেবায় স্বয়ংক্রিয় ভাবে যোগাযোগ করে তার প্রাণ বাঁচিয়েছে।
সম্প্রতি ওই মহিলার ছেলে Reddit-এ অ্যাপলের এই ডিভাইসটির প্রশংসা করেন এবং ঘটনাটি শেয়ার করেন। তিনি লিখেছেন যে, তার মা একবার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে একটি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি একা একটি হোটেলে ছিলেন। হোটেলের ঘরে থাকা কালীন হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন এবং তিনি তার এক বন্ধুকে সাহায্যের জন্য একটি মেসেজ করেন।
এরপর তার মায়ের বন্ধু হোটেলের ঘরে এসে দেখেন যে, তিনি মেঝেতে পরে আছেন। তাই, তিনি অবিলম্বে একটি অ্যাম্বুলেন্সকে খবর দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হঠাৎ তিনি আবিষ্কার করেন যে, ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়ে গেছে। আসলে তার মায়ের হাতের অ্যাপলের ঘড়িটি ৯১১ ডায়াল করে জরুরি পরিষেবাগুলিতে সাহায্য প্রার্থনা করে। হাসপাতালের তরফে জানানো হয় যে, তার মায়ের অবস্থা খুবই সংকটজনক ছিল। সঠিক সময় অ্যাপল ওয়াচ হাসপাতালে খবর না দিলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যেত।
ওই Reddit ব্যবহারকারী আরো বলেন যে, মাঝে মাঝে এই ধরনের গল্প গুলো দেখে মনে করেন যে, সেগুলি প্রচারের জন্য অতিরঞ্জিত করে বলা অথবা সাজানো গল্প। কিন্তু এই ঘটনার পর তার ভুল ভেঙেছে। আর এখন তিনি ও তার পরিবারের সকলেই আপেলের তৈরি ডিভাইস ব্যবহার করা শুরু করেছেন। কারণ এটা তাদের কাছে জীবনদায়ী বলে মনে হয়েছে।
Apple Watch এর ফল ডিটেকশন বৈশিষ্ট্য কীভাবে কাজ করে?
যদি অ্যাপল ওয়াচ শনাক্ত করে যে, ব্যবহারকারী কোনোভাবে পড়ে গেছেন তাহলে স্ক্রিনে একটি
মেসেজ উপস্থিত হয়। এই মেসেজের কোনো উত্তর না পেলে ডিভাইসটি অ্যাম্বুলেন্সকে কল করার প্রস্তাব দেয়। এর পরও অ্যাপল ব্যবহারকারী যদি প্রায় এক মিনিটের জন্য অচেতন হয়ে থাকেন, তাহলে এটি ৩০-সেকেন্ডের কাউন্টডাউন শুরু করে, কাউন্টডাউন শেষ হয়ে গেলে, Apple ওয়াচ স্বয়ংক্রিয়ভাবে জরুরী পরিষেবার সাথে যোগাযোগ শুরু করে দেয়।
সমস্ত Apple Watch-এই কি এই সুবিধে পাওয়া যাবে?
অ্যাপল ওয়াচ এসই (Apple watch SE) এবং অ্যাপল ওয়াচ সিরিজ ৪ বা তার পরবর্তী সংস্করণগুলিতে অ্যাপলের এই ফল ডিটেকশন ফিচারের সুবিধে পাওয়া যাবে।