Apple Watch Series 10 সবচেয়ে বড় ডিসপ্লে সহ লঞ্চ হল, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার আগেই জানা যাবে

শুরু হয়েছে Apple এর বহু প্রতীক্ষিত ‘Its Glowtime’ ইভেন্ট। আর এই ইভেন্টের শুরুতেই লঞ্চ করা হয়েছে Apple Watch Series 10। সংস্থার দাবি, এটি এখনও পর্যন্ত…

apple watch series 10 launched with sleep apnea features big display price specifications

শুরু হয়েছে Apple এর বহু প্রতীক্ষিত ‘Its Glowtime’ ইভেন্ট। আর এই ইভেন্টের শুরুতেই লঞ্চ করা হয়েছে Apple Watch Series 10। সংস্থার দাবি, এটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা Apple Watch এবং সবচেয়ে বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এতে পাওয়া যাবে পলিশ অ্যালুমিনিয়াম ফিনিশ। Apple Watch Series 10-এর মুখ্য ফিচার হল, এতে আছে স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার। এর ডানদিকে ডিজিটাল ক্রাউন এবং ফিজিক্যাল বাটন উপস্থিত। আর এতে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সহ নতুন চিপসেট পাওয়া যাবে। এর পাশাপাশি, Apple আজ Apple Watch Ultra 2 এর নতুন ব্ল্যাক স্যাটিন কালার লঞ্চ করেছে।

Apple Watch series 10 Price (অ্যাপল ওয়াচ সিরিজ 10 এর দাম)

Apple Watch Series 10 দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর জিপিএস ভ্যারিয়েন্টের দাম 399 ডলার অর্থাৎ প্রায় 33,500 টাকা রাখা হয়েছে। আর এই ওয়াচের জিপিএস + সেলুলার ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 499 ডলার (প্রায় 42,000 টাকা)। আজ থেকে এটি প্রি-অর্ডার করা‌ যাবে। আর এর সেল শুরু হবে 20 সেপ্টেম্বর থেকে।

Apple Watch Ultra 2 এর নতুন কালার ভ্যারিয়েন্টের দাম

আ্যাপল ওয়াচ সিরিজ 10 ছাড়াও আজ ইভেন্টে অ্যাপল ওয়াচ আল্ট্রা 2 এর একটি নতুন ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে 799 ডলার (প্রায় 67,000 টাকা)। আজ থেকে এর প্রি-অর্ডার শুরু হবে এবং 20 সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে।

Apple Watch Series 10 এর ফিচার ও স্পেসিফিকেশন

অ্যাপল ওয়াচ সিরিজ 10 স্মার্টওয়াচে আছে বড় ওএলইডি ডিসপ্লে এবং পাতলা বেজেল। এটি 45 মিমি এবং 49 মিমি ডায়ালের সাথে এসেছে, যেখানে আগের মডেলগুলি 41 মিমি এবং 45 মিমি সাইজে পাওয়া যায়। ওয়াচটি 9.6মিমি পুরু।

অ্যাপল ওয়াচ সিরিজ 10 স্মার্টওয়াচটি মেটাল ব্যাক প্যানেল সহ লঞ্চ হয়েছে। সংস্থার দাবি, মাত্র 30 মিনিটেই এটি 80 শতাংশ পর্যন্ত চার্জ হবে। এটি ওয়াচওএস 11 অপারেটিং সিস্টেমে চলবে।

আবার স্টেইনলেস স্টিলের পরিবর্তে এই স্মার্টওয়াচের একটি নতুন টাইটেনিয়াম ভ্যারিয়েন্ট আনা হয়েছে। ফলে এই ভ্যারিয়েন্ট আগের তুলনায় হালকা হবে। Apple Watch Series 10 স্মার্টওয়াচে নতুন এস10 চিপ ব্যবহার করা হয়েছে। আর পডকাস্ট ও গান শোনার জন্য এতে স্পিকার পাওয়া যাবে।

Apple Watch Series 10 স্মার্টওয়াচে সবচেয়ে বড় আকর্ষণ হল এতে প্রথমবার স্লিপ অ্যাপনিয়া ডিটেকশন ফিচার দেওয়া হয়েছে। ফলে কারো ঘুমানোর সময় হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে ওয়াচটি আগেভাগে জানান দেবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন