Apple Watch Ultra 3: এবার স্মার্টওয়াচেই মিলবে স্যাটেলাইট যোগাযোগ, তাক লাগানো প্রযুক্তি আনছে অ্যাপল

স্মার্ট ঘড়িতে স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা যুক্ত করতে চলেছে Apple। কোম্পানির Apple Watch Ultra 3 স্মার্টওয়াচে ২০২৫ সালে এই ফিচার পাওয়া যাবে। এই বছর তেমন গুরুত্বপূর্ণ আপডেট না আসায় কিছুটা হতাশ হয়েছিলেন ব্যবহারকারীরা। তাই আগামী বছর নতুন ফিচার এনে তা পুষিয়ে দিতে চলেছে অ্যাপল।

Suvrodeep Chakraborty 12 Dec 2024 8:35 PM IST

ঘড়ি এখন শুধু সময় দেখার জন্য সীমাবদ্ধ নেই, স্মার্ট হওয়ায় এটা দিয়েই এখন সারতে পারবেন একাধিক গুরুত্বপূর্ণ কাজ। তবে এবার একধাপ এগিয়ে, স্মার্ট ঘড়িতে স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা যুক্ত করতে চলেছে Apple। কোম্পানির Apple Watch Ultra 3 স্মার্টওয়াচে ২০২৫ সালে এই ফিচার পাওয়া যাবে। এই বছর তেমন গুরুত্বপূর্ণ আপডেট না আসায় কিছুটা হতাশ হয়েছিলেন ব্যবহারকারীরা। তাই আগামী বছর নতুন ফিচার এনে তা পুষিয়ে দিতে চলেছে অ্যাপল।

স্যাটেলাইটের মাধ্যমে SOS মেসেজ করা যাবে ঘড়িতেই। সাধারণত আপদকালীন পরিস্থিতির সময় এটি ব্যবহার করা হয়। দুর্গম কোথাও আটকে পড়লে বা এমার্জেন্সি হলে এই মেসেজের মাধ্যমে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যায়। এই মুহূর্তে, আইফোন ১৫, ১৬ সিরিজ, স্যামসাং গ্যালাক্সি এস৫-সহ সীমিত কয়েকটি স্মার্টফোন ও ডিভাইসে SOS মেসেজের সুবিধা রয়েছে।

এইরকম একটি গুরুত্বপূর্ণ ফিচার এবার যোগ হতে চলেছে Apple Watch Ultra 3 স্মার্টওয়াচে। জানা গিয়েছে, MediaTek মডেমের মাধ্যমে আইফোন এবং অ্যাপল ওয়াচে স্যাটেলাইট কানেক্টিভিটি পাওয়া যাবে। এই সুবিধা চালু করার জন্য Globalstar কোম্পানির স্যাটেলাইট পরিষেবা ব্যবহার করবে অ্যাপল।

আইফোনে যখন কোনও নেটওয়ার্ক পাওয়া যায় না, তখন প্রযুক্তিটি স্যাটেলাইটের সাথে সংযোগ করে কাজ করে। জরুরি পরিষেবাগুলি সক্রিয় করার জন্য অনেক লোক এই বৈশিষ্ট্যটির উপর নির্ভর করে থাকেন। শীঘ্রই ওয়াচ আল্ট্রা 3 মডেলেও তা যোগ হতে চলেছে। বিশেষ করে যারা পাহাড়ি এলাকায় হাইকিং করেন বা সমুদ্রের নীচে ডাইভিং করতে যান, তাদের কাজে আসতে পারে। এই ফিচার আগামী বছর প্রকাশ করা হবে বলে জানিয়েছে অ্যাপল।

Show Full Article
Next Story