Apple Watch Ultra নাইট মোড সহ লঞ্চ হল, 49mm ডিসপ্লে সহ রয়েছে রাগড ডিজাইন

Apple আজ অর্থাৎ বুধবারের 'Far Out' ইভেন্টে Apple Watch Ultra লঞ্চ করল। শুরু থেকেই গুঞ্জন ছিল যে, আজকের লঞ্চ ইভেন্টে,...
Julai Modal 7 Sept 2022 11:56 PM IST

Apple আজ অর্থাৎ বুধবারের 'Far Out' ইভেন্টে Apple Watch Ultra লঞ্চ করল। শুরু থেকেই গুঞ্জন ছিল যে, আজকের লঞ্চ ইভেন্টে, নতুন Apple Watch Pro মডেল বাজারে আসবে, সেই মতোই সংস্থাটি Ultra নামে নয়া স্মার্টওয়াচের উপর থেকে পর্দা সরালো। নতুন এই ওয়্যারেবল ফুল চার্জে ৩৬ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে। Apple Watch Ultra কেবল সেলুলার মডেল হিসেবে পাওয়া যাবে, যাতে অ্যারোস্পেস-গ্রেড টাইটেনিয়াম বডি সহ ৪৯মিমি ডিসপ্লে বর্তমান।

অ্যাপল ওয়াচ আল্ট্রা ভারতে দাম - Apple Watch Ultra Price in India, Availability

নতুন অ্যাপল ওয়াচ আল্ট্রা -র ভারতে দাম রাখা হয়েছে ৮৯,৯০০ টাকা। স্মার্টওয়াচটি ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, ব্রিটেন সহ আরও ৪০টি দেশে ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে। আজ থেকেই অ্যাপল ওয়াচ আল্ট্রা অর্ডার করা যাবে।

অ্যাপল ওয়াচ আল্ট্রা স্পেসিফিকেশন, ফিচার- Apple Watch Ultra Specifications, Features

Apple Watch Ultra স্মার্টওয়াচে ৪৯মিমি ডিসপ্লে পাওয়া যাবে। এটি ওয়েফাইন্ডার ওয়াচ ফেস অফার করবে, যা বড় ডিসপ্লের স্মার্টওয়াচের জন্য ডিজাইন করা হয়েছে। এতে নতুন অ্যাকশন বাটন দেওয়া হয়েছে, যা বিভিন্ন কাজ করতে দেবে। এছাড়া ওয়াচটি একবার চার্জে সাধারণ ব্যবহারে ৩৬ ঘন্টা সচল থাকবে বলে Apple জানিয়েছে। যদিও এতে লো পাওয়ার সেটিং আছে, যা ৬০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে সংস্থা দাবি করেছে। আবার রাগড ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে নাইট মোড।

Show Full Article
Next Story