আপনি যদি কম বাজেটে একটি ভালো স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা করে থাকেন তবে সেরা সুযোগ নিয়ে হাজির হয়েছে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট। এখানে আপনি এমআরপির তুলনায় খুব সস্তায় মেটাল ডিজাইন এবং ফিজিক্যাল ক্রাউন সহ beatXP Marv Neo স্মার্টওয়াচ কিনতে পারবেন। সীমিত সময়ের জন্য বিশেষ মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে এই স্মার্টওয়াচকে।
beatXP Marv Neo ওয়াচটি স্টাইলিস ডিজাইন এবং প্রিমিয়াম ফিচারের সাথে এসেছে এবং এতে বড় ডিসপ্লে ছাড়াও বেশ কয়েকটি হেলথ ফিচার রয়েছে। আর এই স্মার্টওয়াচ আইপি৬৮ রেটিং প্রাপ্ত হওয়ার ধুলো এবং জল প্রতিরোধ করতে পারে। এমন ঘড়ি পরে আপনি শুধু বৃষ্টিতে নয়, সাঁতারও কাটতে পারবেন।
সবচেয়ে সস্তায় কিনুন beatXP Marv Neo স্মার্টওয়াচ
ভারতীয় বাজারে, বিটএক্সপি মার্ভ নিওর এমআরপি ৬,৪৯৯ টাকা। তবে ক্লাসিক স্ট্র্যাপ সহ এই ঘড়িটি ফ্লিপকার্ট সেল চলাকালীন কেবল ৭৯৯ টাকায় কেনা যাবে। এর পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্ক এবং ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে ছাড় আছে। এটি ব্লু, সিলভার, পার্পল এবং ব্লু এর মতো বিভিন্ন রঙে উপলব্ধ।
বিটএক্সপি স্মার্টওয়াচের ফিচার
বিটএক্সপি মার্ভ নিওর স্মার্টওয়াচে ২৮০x২৮০ পিক্সেল রেজোলিউশনের ১.৮৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে, যা ৫৬০ নিটস ব্রাইটনেস অফার করে। এই স্মার্ট ঘড়িতে ইজিপেয়ারের সাথে ওয়ান-ট্যাপ কলিং বিকল্পও উপস্থিত। এআই ভয়েস অ্যাসিস্ট্যান্সের পাশাপাশি ইনস্ট্যান্ট নোটিফিকেশনের মতো ফিচার দেওয়া হয়েছে এই ঘড়িতে।
ক্লাউড-ভিত্তিক ওয়াচ ফেস, ব্লুটুথ কলিং ফাংশন এবং দ্রুত চার্জিং সমর্থন সহ, এই স্মার্টওয়াচে ২৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।