- Home
- »
- স্মার্টওয়াচ »
- টানা ১০ দিন চলবে, boAt Lunar Connect Ace...
টানা ১০ দিন চলবে, boAt Lunar Connect Ace স্মার্টওয়াচ বাজেটের মধ্যে লঞ্চ হল
ভারতের লঞ্চ হল স্মার্ট গ্যাজেট প্রস্তুতকারী দেশীয় সংস্থা boAt -র নতুন boAt Lunar Connect Ace স্মার্টওয়াচ। লুনার...ভারতের লঞ্চ হল স্মার্ট গ্যাজেট প্রস্তুতকারী দেশীয় সংস্থা boAt -র নতুন boAt Lunar Connect Ace স্মার্টওয়াচ। লুনার কানেক্ট সিরিজের অন্তর্গত ৩০০০ টাকারও কম দামে আসা নতুন এই ঘড়িটিতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। আবার সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এর ব্যাটারি একটানা ১০ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Lunar Connect Ace স্মার্টওয়াচের দাম ফিচার এবং স্পেসিফিকেশন।
boAt Lunar Connect Ace-এর দাম ও লভ্যতা
ভারতে boAt Lunar Connect Ace স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। এটি চারকোল ব্ল্যাক, ইন্ডিগো ব্লু, মেটালিক ব্ল্যাক, বেইজ, লেদার এবং পার্পল কালার অপশনে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন ঘড়িটি।
boAt Lunar Connect Ace-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত boAt Lunar Connect Ace স্মার্টওয়াচটি গোলাকৃতির ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড এইচডি ডিসপ্লে সহ এসেছে, যা সর্বোচ্চ ৭০০ নিট উজ্জ্বলতা অফার করবে। এর ডান ধারে থাকছে একটি ক্রাউন বাটন।
আবার হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে থাকছে হাইড্রেশন রিমাইন্ডার, ব্রিদিং সেশন। শুধু তাই নয়, এতে পাওয়া যাবে ১০০টি স্পোর্টস মোডের সুবিধাও।
এখানেই শেষ নয়। ঘড়িটিতে ব্লুটুথ কলিংয়ের জন্য বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার উপস্থিত। তাছাড়া এতে দশটা পর্যন্ত কন্টাক্ট মজুত করা যাবে। তদুপরি ঘড়িটির অন্যান্য নজরকাড়া বৈশিষ্ট্য হলো মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, ওয়েদার আপডেট, অ্যালার্ম, স্টপ ওয়াচ ইত্যাদি।
এবার আসা যাক boAt Lunar Connect Ace-এর স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ওয়্যারেবলটিকে ১০ দিন পর্যন্ত সক্রিয় রাখবে। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং প্রাপ্ত।