- Home
- »
- স্মার্টওয়াচ »
- একাধিক ফিটনেস ফিচার সহ বোট লুনার...
একাধিক ফিটনেস ফিচার সহ বোট লুনার ডিসকভারি স্মার্টওয়াচ লঞ্চ হল, দাম মাত্র ১০৯৯ টাকা
Boat Lunar Discovery Smartwatch Launched - বোট লুনার ডিসকভারি স্মার্টওয়াচ দেওয়া হয়েছে ১.৩৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যা ২৪০ x ২৪০ পিক্সেল রেজোলিউশন।
ভারতীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড বোট লঞ্চ করল তাদের নতুন স্মার্টওয়াচ boAt Lunar Discovery। এর দাম রাখা হয়েছে হাজার টাকার কাছাকাছি। এটি মোট ছয়টি কালারে পাওয়া যাবে। বোটের নতুন এই স্মার্টওয়াচে আছে এইচডি ডিসপ্লে, ৭০০টি স্পোর্টস মোড, হার্ট রেট মনিটারিং সেন্সর। বোট লুনার ডিসকভারি ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। আসুন এর দাম ও ফিচার দেখে নেওয়া যাক।
বোট লুনার ডিসকভারি স্মার্টওয়াচের দাম - boAt Lunar Discovery Price
বোট লুনার ডিসকভারি এর দাম ১,০৯৯ টাকা। এটি অ্যাক্টিভ ব্ল্যাক, ব্রাউন, অ্যাক্টিভ ব্লু, চেরি ব্লুসম, মিন্ট গ্রীন, মেটাল ব্ল্যাক। এটি বোটের নিজস্ব ওয়েবসাইটের ফ্লিপকার্ট, অ্যামাজন ও মিন্ত্রা থেকে কেনা যাবে।
বোট লুনার ডিসকভারি ফিচার ও স্পেসিফিকেশনবোট লুনার ডিসকভারি স্মার্টওয়াচ দেওয়া হয়েছে ১.৩৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যা ২৪০ x ২৪০ পিক্সেল রেজোলিউশন। এটি অত্যন্ত হালকা এবং কম্প্যাক্ট ডিজাইন সহ এসেছে। এতে একাধিক ওয়াচ ফেস দেওয়া হয়েছ এবং DIY ওয়াচ ফেস স্টুডিও থেকে এগুলি কাস্টমাইজ করা যাবে। আর বোট লুনার ডিসকভারি ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি সহ এসেছে এবং এতে ব্লুটুথ কলিং সাপোর্ট করবে। পাশাপাশি এই স্মার্ট ঘড়িতে পাওয়া যাবে মাইক্রোফোন, স্পিকার, কুইক ডায়েল প্যাড, কন্টাক্ট সেভিং এবং কিউআর ট্রে।
এদিকে বোট লুনার ডিসকভারি ওয়াচে ৭০০ স্পোর্টস মোড উপস্থিত। এটি একাধিক হেলথ মনিটারিং ফিচার অফার করবে, যারমধ্যে আছে হার্ট রেট, এসপি০২, এনার্জি লেভেল ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং ইত্যাদি। আর আইপি৬৭ জল ও ধুলো প্রতিরোধী রেটিং সহ আসা এই স্মার্ট ঘড়িতে ২৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ব্লুটুথ কলিং চালু থাকলে ৪ দিন এবং ব্লুটুথ কলিং ছাড়া ৭ দিন ব্যাকআপ দেবে।
বোটের এই স্মার্টওয়াচের অতিরিক্ত ফিচারের মধ্যে আছে স্মার্টফোন ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, অ্যালার্ম, টাইমার, রিমাইন্ডার, ওয়েদার আপডেট, কুইক রিপ্লাই, ডু নট ডিস্টার্ব মোড, ফাইন্ড মাই ফোন ইত্যাদি।
Boat Lunar Discovery Smartwatch Launched - বোট লুনার ডিসকভারি স্মার্টওয়াচ দেওয়া হয়েছে ১.৩৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যা ২৪০ x ২৪০ পিক্সেল রেজোলিউশন।